পদচ্যুতির মুখে থাই প্রধানমন্ত্রী

ছবি: রয়টার্স
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ জুন ২০২৫ | ০৪:৪৪
কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী হুন সেনের সঙ্গে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পায়েতংতার্ন সিনাওয়াত্রার কথোপকথনের অডিও ফাঁস হয়েছে। ওই ফোনকলের রেকর্ড ছড়িয়ে পড়ার পর নড়বড়ে হয়ে গেছে দেশটির জোট সরকার। এদিকে সিনাওয়াত্রার পদত্যাগ চাচ্ছে থাইল্যান্ডের দ্বিতীয় সর্বোচ্চ দল ভুমজাইথাই।
হুন সেনের সঙ্গে মূলত সীমান্ত বিরোধ নিয়ে আলোচনা করছিলেন সিনাওয়াত্রা। ভাইরাল হওয়া অডিওতে সিনাওয়াত্রা দাবি করেন, একজন থাই সামরিক কমান্ডারকে তিনি বরখাস্ত করতে যাচ্ছেন অথবা করেছেন। ১৭ মিনিটের ফোনকলে তিনি বলেন, ওই অফিসার শুধু শান্ত দেখাতে চেয়েছিলেন এবং এমন কথা বলেছেন, যা ঠিক ছিল না।
সিনাওয়াত্রা এই ফোনকলটিকে ‘আলোচনার কৌশল’ হিসেবে দেখিয়েছেন। কলটি তাঁর নিজস্ব ফোন থেকে করা হয়েছিল। থাই প্রধানমন্ত্রী জানতেন না এই কলটি রেকর্ড হচ্ছে এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দেওয়া হবে। সূত্র: বিবিসি
- বিষয় :
- থাইল্যান্ড