তেহরানের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলা, কিশোর নিহত

ছবি: ভিডিও থেকে নেওয়া
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ জুন ২০২৫ | ০৮:২৮
ইরানের রাজধানী তেহরানের দক্ষিণাঞ্চলে কোম শহরে একটি আবাসিক ভবনে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে ১৬ বছর বয়সী এক কিশোরের নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
ইরানের আধা–সরকারি তাসনিম সংবাদ সংস্থার বরাতে আল–জাজিরা জানিয়েছে, ওই হামলায় আরও দুজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। তবে কাকে লক্ষ্য করে ওই হামলা চালানো হয়েছে, সেটা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ইরান ও ইসরায়েলের মধ্যকার সাম্প্রতিক সংঘাতের নবম দিন আজ শনিবার। আজ তেহরান ও ইস্পাহানের আকাশে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে তেহরান ও ইস্পাহানের আকাশে বিস্ফোরণের পোস্টগুলো যাচাই করে সত্যতা পেয়েছে আল–জাজিরা।
এমনই একটি পোস্টে বলা হয়েছে, নাজাফাবাদ শহরের প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলি হামলা প্রতিহত করেছে। তেহরানের মালারদ এলাকার আকাশেও বিস্ফোরণের কথা জানা গেছে একটি পোস্ট থেকে।
- বিষয় :
- ইসরায়েলি হামলা
- ইসরায়েল
- ইরান