পুতিনের সঙ্গে ‘গুরুত্বপূর্ণ আলোচনা’ করতে রাশিয়ায় যাচ্ছেন আরাঘচি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি রোববার ইস্তান্বুলে সংবাদ সম্মেলন করেন। ছবি: এসোসিয়েট প্রেস
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ জুন ২০২৫ | ১৭:০৩ | আপডেট: ২২ জুন ২০২৫ | ১৭:২৮
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, তিনি আজই রাশিয়া যাচ্ছেন এবং আগামীকাল সোমবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন।
আজ রোববার ইস্তাম্বুলে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘রাশিয়া ইরানের বন্ধু এবং আমাদের মধ্যে কৌশলগত অংশীদারত্ব রয়েছে।’ মেহের নিউজের বরাতে এ খবর দিয়েছে আল জাজিরাৎ
আরাঘচি আরও বলেন, ‘আমরা সবসময় একে অপরের সঙ্গে পরামর্শ করি এবং আমাদের অবস্থান সমন্বয় করি।’
তিনি মনে করিয়ে দেন, রাশিয়া ছিল ইরানের পারমাণবিক চুক্তি—জেসিপিওএ-এর অন্যতম স্বাক্ষরকারী। আরঘচি বলেন, ‘আগামীকাল আমি রুশ প্রেসিডেন্টের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করব এবং আমরা একসঙ্গে কাজ চালিয়ে যাব।’