ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

ইরানে যুক্তরাষ্ট্রের হামলায় রাশিয়া ও স্পেনের প্রতিক্রিয়া

ইরানে যুক্তরাষ্ট্রের হামলায় রাশিয়া ও স্পেনের প্রতিক্রিয়া

স্পেন ও রাশিয়ার পতাকা ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ জুন ২০২৫ | ১৮:৪২ | আপডেট: ২২ জুন ২০২৫ | ১৮:৪২

ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া ও স্পেন। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, একটি সার্বভৌম রাষ্ট্রের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ও বোমা হামলার যে দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা যে যুক্তিই তুলে ধরা হোক না কেন, তা আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ ও নিরাপত্তা পরিষদের প্রস্তাবের স্পষ্ট লঙ্ঘন।

বিবৃতিতে আরও বলা হয়, আমরা এই আগ্রাসন বন্ধের আহ্বান জানাই এবং রাজনৈতিক ও কূটনৈতিক পথে ফেরার পরিবেশ সৃষ্টির লক্ষ্যে জোরালো প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করছি।

এদিকে স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে মানুয়েল আলবারেস বুয়েনো রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আটিভিইকে বলেন, যুক্তরাষ্ট্রের হামলার পরিপ্রেক্ষিতে আমরা চলমান উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছি।

স্পেনের পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা আসবে না কোনো সামরিক সমাধানে; বরং কূটনীতিই একমাত্র পথ। আমরা আশা করি, সবাই আবারও আলোচনার টেবিলে ফিরবে।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের হামলার প্রেক্ষাপটে যখন রাশিয়া তীব্র নিন্দা জানিয়েছে তখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ঘোষণা করেছেন, তিনি আগামীকাল রাশিয়া যাচ্ছেন। জরুরি এ সফরে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ‘গুরুত্বপূর্ণ আলোচনা’ করবেন তিনি।

আরও পড়ুন

×