ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

বিবিসির বিশ্লেষণ

ইরানে মার্কিন হামলা বড় মোড় পরিবর্তনের মুহূর্ত

ইরানে মার্কিন হামলা বড় মোড় পরিবর্তনের মুহূর্ত

ছবি: আল-জাজিরা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ জুন ২০২৫ | ২১:২৪ | আপডেট: ২২ জুন ২০২৫ | ২১:৩৭

বিবিসির প্রধান আন্তর্জাতিক সংবাদদাতা লিজ ডুসেট বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ৪৫ বছরের টানাপোড়েনে এটি ‘এক বড় মোড় পরিবর্তনের মুহূর্ত’। তিনি জানান, ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আমেরিকা সীমারেখা অতিক্রম করেছে।

ডুসেট ব্যাখ্যা করে বলেন যে, এই হামলা নিশ্চিতভাবে এই উত্তেজনাকে নতুন পরিস্থিতিতে ফেলেছে, যা ‘খুবই অপ্রত্যাশিত এবং বিপজ্জনক’।

লিজ বলেন, পরবর্তীতে কী ঘটবে তা নির্ভর করছে ইরান কীভাবে প্রতিক্রিয়া জানায় সেটির ওপর।

তিনি যোগ করেন, এখন এটা শুধু কথার লড়াই নয়, বরং মাটির ওপর বাস্তব যুদ্ধও ‘ক্রমশ জটিল হয়ে উঠছে’।

ইরানের কাছে খুব কম বিকল্প রয়েছে বলেও মনে করেন লিজ ডুসেট। এর ব্যাখ্যায় তিনি বলেন, ‘ইরানের সর্বোচ্চ নেতা সবসময়ই ‘চরম সতর্কতা’ অবলম্বন করে এসেছেন। ইরানিরা যেটাকে বলে ‘কৌশলগত ধৈর্য’ বা দীর্ঘমেয়াদি পরিকল্পনায় এগিয়ে চলা। সেই পথেই তিনি চলেছেন। কিন্তু এখন সেই খেলা প্রায় শেষের পথে’।

‘তিনি যদি খুব কম কিছু করেন, তাহলে সম্মান হারাবেন। আর যদি বেশি কিছু করেন, তাহলে সবকিছুই হারাতে পারেন’, যোগ করেন লিজ ডুসেট।

আরও পড়ুন

×