ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

হামলার আগে ফর্দো পরমাণু স্থাপনা খালি করা হয়েছিল: ইরানের পার্লামেন্টের স্পিকার

হামলার আগে ফর্দো পরমাণু স্থাপনা খালি করা হয়েছিল: ইরানের পার্লামেন্টের স্পিকার

ইরানের ফর্দো পারমাণবিক স্থাপনা। ফাইল ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ জুন ২০২৫ | ০২:৫৯

যুক্তরাষ্ট্রের হামলার আগে ইরানের ফর্দো পরমাণু স্থাপনা খালি করা হয়েছিল বলে জানিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ। তিনি জানান, যুক্তরাষ্ট্র এই হামলা চালাতে পারে, এমন অনুমান থেকে স্থাপনাটি ‘অনেক আগেই’ খালি করা হয়েছিল।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি মহাকাশপ্রযুক্তি প্রতিষ্ঠান মাক্সারের ধারণ করা স্যাটেলাইট ছবিতে দেখা গেছে, ১৯ ও ২০ জুন ফর্দো পারমাণবিক স্থাপনার প্রবেশপথে ১৬টি পণ্যবাহী ট্রাক অবস্থান করছিল। এ সময় সেখানে কিছু বুলডোজারও দেখা যায়। তবে ট্রাকগুলোতে করে কী পরিবহন করা হয়েছে, তা জানা যায়নি।

তিনটি পরমাণু স্থাপনায় চালানো মার্কিন হামলার কথা স্বীকার করেছে ইরান।

ফর্দো, নাতাঞ্জ ও ইসফাহান পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার কথা স্বীকার করেছে ইরান। এ ঘটনায় নিন্দা জানিয়ে ইরানের আণবিক সংস্থা জানায়, হামলার পর তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়েনি। 

তেজস্ক্রিয়তার মাত্রা বাড়েনি বলে জানিয়েছে জাতিসংঘের পারমাণবিক নজরদারি সংস্থা আইএইএ। সৌদি আরব এবং কুয়েতও জানিয়েছে, তেজস্ক্রিয়তার মাত্রা বৃদ্ধির কোনো আলামত পাওয়া যায়নি।

আরও পড়ুন

×