ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

সিরিয়ায় চার্চে আত্মঘাতী হামলা, নিহত ২০

সিরিয়ায় চার্চে আত্মঘাতী হামলা, নিহত ২০

ছবি-সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ জুন ২০২৫ | ০৬:২৫

সিরিয়ার রাজধানী দামেস্কের একটি গির্জায় আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে এএফপি।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই হামলার জন্য জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের এক সদস্যকে দায়ী করেছে। 

ডিসেম্বরে বিদ্রোহীদের নেতৃত্বে স্বৈরশাসক বাশার আল-আসাদকে উৎখাত করে নতুন সরকার ক্ষমতাগ্রহণের পর এটাই এ ধরণের আত্মঘাতী হামলার প্রথম নজির। জাতিসংঘ এই হামলার প্রতি নিন্দা জানিয়েছে।

সিরিয়ার নতুন শাসকদের সামনে দেশের নাগরিকদের, বিশেষত, সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় বারবার এ বিষয়টির দিকে নজর দেওয়ার জন্য সিরিয়ার সরকারকে তাগিদ দিচ্ছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, 'দায়েশ (আইএস) জঙ্গি সংগঠন-সংশ্লিষ্ট এক ব্যক্তি রাজধানী দামেস্কের দোয়েলা এলাকার সেইন্ট ইলিয়াস গির্জায় প্রবেশ করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। এরপর সে তার সঙ্গে থাকা বিস্ফোরকযুক্ত বেল্ট ব্যবহার করে আত্মঘাতী হামলা চালিয়ে নিজের দেহে বিস্ফোরণ ঘটায়।'

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সানা জানায়, এই হামলায় ২০ জন নিহত ও ৫২ জন আহত হয়েছেন।

সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনাকে দেশের সব সম্প্রদায়ের শান্তিপূর্ণ সহবস্থানের অবমাননা করার মরিয়া প্রচেষ্টা এবং একইসঙ্গে দেশকে অস্থিতিশীল করে তোলার উদ্যোগ বলে অভিহিত করে।

আরও পড়ুন

×