ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

ইরানের এভিন কারাগারে ইসরায়েলি হামলা

ইরানের এভিন কারাগারে ইসরায়েলি হামলা

ছবি: রয়টার্স‌

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ জুন ২০২৫ | ১৭:৪৫ | আপডেট: ২৩ জুন ২০২৫ | ১৮:৩৯

ইসরায়েলি বিমানবাহিনী ইরানের রাজধানী তেহরানে অবস্থিত এভিন কারাগারে হামলা চালিয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না বা ক্ষয়ক্ষতির মাত্রা কতটা গুরুতর, তা এখনো স্পষ্ট নয়।

এই হামলায় কারাগারের প্রবেশপথকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এবং ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।

সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

সিএনএন বলেছে, ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়- এভিন কারাগারের একটি প্রবেশদ্বার ঘিরে কালো ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ছে।

ভিডিওটি সিএনএন যাচাই করে এর সত্যতা নিশ্চিত করেছে। সংবাদমাধ্যমটি জানায়, আইআরআইবির প্রতিবেদনে দেখানো দৃশ্যটি সত্যিই কারাগারের প্রবেশপথে আঘাত হানার মুহূর্তের।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এক বিবৃতিতে এই হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এভিন কারাগারের পাশাপাশি ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) এর প্রধান ভবন এবং তাদের অঙ্গসংগঠন বাসিজ-এর সদর দপ্তরেও হামলা চালানো হয়েছে।

ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার একদিন পর ইরান ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। এর প্রতিশোধ হিসেবে তেহরানের এই কারাগারসহ একাধিক স্থানে হামলা চালায় ইসরায়েল।

প্রসঙ্গত, তেহরানের এভিন কারাগারটি দীর্ঘদিন ধরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে সমালোচিত। 

আরও পড়ুন

×