ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

তেহরানের বাসিজ মিলিশিয়া সদরদপ্তরে হামলার দাবি ইসরায়েলের

তেহরানের বাসিজ মিলিশিয়া সদরদপ্তরে হামলার দাবি ইসরায়েলের

ছবি: ভিডিও থেকে নেওয়া

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ জুন ২০২৫ | ১৮:১৯

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ জানিয়েছেন, তেহরানে একাধিক গুরুত্বপূর্ণ স্থাপনায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এসব হামলার লক্ষ্যবস্তু হিসেবে তিনি বাসিজ মিলিশিয়ার সদরদপ্তর এবং এভিন কারাগারের নাম উল্লেখ করেছেন।

সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি।

এভিন কারাগারে রাজনৈতিক বন্দি ও সরকারবিরোধীদের আটক রাখা হয় বলে মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ রয়েছে।

বিবিসি নিশ্চিত করেছে, হামলার সময় এভিন কারাগারের প্রধান ফটকে একটি বিস্ফোরণের সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে।

হামলার বিষয়ে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এক বিবৃতিতে বলেছেন, ‌ইসরায়েলের প্রতিরক্ষাবাহিনী তেহরানের একাধিক গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হানছে। দেশটির স্বেচ্ছাসেবী সশস্ত্র মিলিশিয়াগোষ্ঠী বাসিজের সদরদপ্তর, এভিন কারাগার, ইসরায়েলকে ধ্বংসের সময়গণনা করা ঘড়ি, বিপ্লবী গার্ডের অভ্যন্তরীণ নিরাপত্তা সদরদপ্তরসহ আরও কিছু সরকারি প্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-সম্পর্কিত বার্তা সংস্থা ফারসও জানিয়েছে, এভিন কারাগারের প্রবেশদ্বার সম্ভবত ড্রোন বা সীমিত বিস্ফোরক ব্যবহার করে লক্ষ্যবস্তু করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো বন্দির পালিয়ে যাওয়ার খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন

×