কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, নিহত ৬

ছবি: আলজাজিরা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ জুন ২০২৫ | ২২:৫২
ইউক্রেনের রাজধানী কিয়েভে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এ ঘটনায় চার শিশুসহ ছয়জন নিহত ও ২৫ জন আহত হয়েছে।
স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে দ্য কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে, স্থানীয় সময় রোববার রাত ১টার দিকে একাধিক বিস্ফোরণ ও কামিকাজ ড্রোন উড়তে দেখা গেছে। এর এক ঘণ্টা পর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় রুশ বাহিনী। প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে এ হামলা চলে বলে প্রত্যক্ষদর্শীরা সংবাদমাধ্যমকে জানিয়েছেন।
রাশিয়ার হামলায় শহরের শেভচেনকিভস্কি জেলায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। সেখানে একটি পাঁচতলা ভবন আংশিক ধসে পড়েছে। এ ঘটনায় ছয়জন মারা গেছে। এ ছাড়া ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে আটকা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
কিয়েভ ওব্লাস্ট সামরিক প্রশাসন জানিয়েছে, বৃহত্তর কিয়েভ ওব্লাস্ট, বিলা তেরকভাতে একজন নারী নিহত এবং আটজন আহত হয়েছে। কিয়েভ ওব্লাস্টের রাজধানীর আশপাশ এলাকায়ও হতাহতের খবর পাওয়া গেছে, যার মধ্যে কিয়েভের উত্তর-পশ্চিমে অবস্থিত বুচা শহর রয়েছে।
এদিকে পাল্টা হামলা চালিয়েছে ইউক্রেনও। সেনারা এক দিনেই ৪০টির বেশি রুশ আক্রমণ প্রতিহত করেছে বলে দাবি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, কিয়েভ এবার রুশ ভূখণ্ডের গভীরে সামরিক ঘাঁটি ও অস্ত্রভাণ্ডারে পাল্টা হামলা জোরদার করবে। খবর আলজাজিরার।