ইসরায়েলি হামলায় তেহরানে পরমাণু বিজ্ঞানী নিহত

ইরানের রাজধানী তেহরানের সড়কে পড়ে আছে ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত একটি অ্যাম্বুলেন্স। সেটার গায়ে ফুল আটকে দিয়েছেন স্থানীয়রা। পাশে ইরানের জাতীয় পতাকা দেখাচ্ছেন দুজন। ছবি: এএফপি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ জুন ২০২৫ | ১১:২৬ | আপডেট: ২৪ জুন ২০২৫ | ১১:৩৯
ইসরায়েলের হামলায় ইরানের রাজধানী তেহরানে আরেকজন পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন। তার নাম সেদিঘ সাবের বলে জানা গেছে। দেশটির স্থানীয় সংবাদমাধ্যম প্রেস টিভির বরাতে এ খবর জানিয়েছে আলজাজিরা।
সংবাদমাধ্যমটি জানায়, তেহরানের শহরতলির ফেরদৌসী ও ভালি আসর এলাকার প্রধান সড়কের পাশেই বিজ্ঞানী সাবেরের ওপর হামলা হয়েছে।
গত ১৩ জুন ইরানে হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। এরপর থেকে ইসরায়েলি হামলায় ইরানের বেশ কয়েকজন শীর্ষ পরমাণুবিজ্ঞানী এবং দেশটির সামরিক বাহিনীর জ্যেষ্ঠ কমান্ডার নিহত হয়েছেন।
- বিষয় :
- ইরান
- ইরান-ইসরায়েল
- তেহরান
- পরমাণু বিজ্ঞানী