ইসরায়েলি হামলায় ১২ দিনে নিহত ৬১০ জন: ইরান

ফাইল ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ জুন ২০২৫ | ১৭:৪৩
ইসরায়েলের টানা ১২ দিনের হামলায় ইরানে অন্তত ৬১০ জন নিহত এবং ৪ হাজার ৭৪৬ জন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর আল-জাজিরার
স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেইন কেরমানপুর জানান, আহতদের মধ্যে ৯৭১ জন এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন এবং ৬৮৭ জনের অস্ত্রোপচার করা হয়েছে।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে ১৩ জন শিশু রয়েছে। এদের মধ্যে সবচেয়ে ছোট শিশুটির বয়স মাত্র দুই মাস। এছাড়া ৪৯ জন নারী নিহত হয়েছেন, যাদের মধ্যে দুইজন ছিলেন গর্ভবতী।
কেরমানপুর আরও জানান, হামলায় পাঁচজন স্বাস্থ্যকর্মী প্রাণ হারিয়েছেন এবং আরও ২০ জন আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে সাতটি হাসপাতাল, ছয়টি জরুরি সেবাকেন্দ্র, চারটি ক্লিনিক এবং নয়টি অ্যাম্বুলেন্স।
- বিষয় :
- ইসরায়েলের বর্বরতা
- ইসরায়েল
- ইরান
- নিহত