কাতারের আমিরের কাছে দুঃখ প্রকাশ ইরানের প্রেসিডেন্টের
হামলার লক্ষ্যবস্তু কাতার বা দেশটির জনগণ ছিল না

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান (বাঁয়ে) ও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। ফাইল ছবি: এএফপি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ জুন ২০২৫ | ২২:০৫
কাতারের ভূখণ্ডে মার্কিন সামরিক ঘাঁটি আল উদেইদে গত সোমবার ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান।এ কারণে দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানির কাছে ‘দুঃখ প্রকাশ’ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
কাতার আমিরের দপ্তর (দিওয়ান) থেকে এক বিবৃতিতে জানানো হয়, মঙ্গলবার টেলিফোনে কথা বলেছেন দুই নেতা। এ সময় ইরানের প্রেসিডেন্ট বলেন, হামলার লক্ষ্যবস্তু কাতার বা দেশটির জনগণ ছিল না। বরং কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল উদেইদ বিমান ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। এটি উপসাগরীয় দেশটির (কাতার) জন্য কোনো হুমকি নয়।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ফোনালাপে ইরানের প্রেসিডেন্ট জোর দিয়ে বলেছেন, একটি প্রতিবেশী ও মুসলিম দেশ হিসেবে কাতারের সঙ্গে ইরানের সম্পর্ক রয়ে যাবে। পেজেশকিয়ান আশা করেন, দুই দেশের সম্পর্ক সর্বদা সার্বভৌমত্ব আর সুপ্রতিবেশীসুলভ আচরণের নীতির ওপর ভিত্তি করে বজায় থাকবে।
গত সোমবার কাতারের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের আল উদেইদ বিমান ঘাঁটিতে ১৯টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। মধ্যপ্রাচ্যে এটিই সবচেয়ে বড় মার্কিন সামরিক ঘাঁটি। কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, কাতারের প্রতিরক্ষা বাহিনী ১৮টি ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করে।
এদিকে কাতারে মার্কিন ঘাঁটিতে হামলার নিন্দা জানিয়ে এ ঘটনাকে ‘কাতারের বিরুদ্ধে ইরানের আগ্রাসন’হিসেবে আখ্যা দেয় সৌদি আরব। সৌদি কর্তৃপক্ষ বলেছে, এই হামলা আন্তর্জাতিক আইন ও সুসম্পর্কের নীতিমালার সরাসরি লঙ্ঘন। সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা কাতারের পাশে আছে এবং কাতারের নেওয়া সব পদক্ষেপে পূর্ণ সমর্থন ও সহায়তা দেবে।
সংযুক্ত আরব আমিরাতও একইভাবে ইরানের এই হামলাকে তীব্র ভাষায় নিন্দা জানিয়েছে। তারা বলেছে, এটি কাতারের সার্বভৌমত্ব ও আকাশসীমার স্পষ্ট লঙ্ঘন। ইরানি হামলার পর কাতারের প্রতি পূর্ণ সমর্থন ও সংহতি প্রকাশ করেছে বাহরাইনও। এ ছাড়া গালফ কো-অপারেশন কাউন্সিলের মহাসচিব বলেছেন, কাতারের ভূখণ্ডে ইরানের এই হামলা শুধু কাতারের সার্বভৌমত্বের লঙ্ঘন নয়, বরং পুরো উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তার জন্য সরাসরি হুমকি। খবর আলজাজিরা ও বিবিসির।