ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

নিউইয়র্কের মেয়র নির্বাচন

ইতিহাস গড়লেন জোহরান মমদানি

ইতিহাস গড়লেন জোহরান মমদানি

ছবি: সংগৃহীত

 সমকাল ডেস্ক

প্রকাশ: ২৬ জুন ২০২৫ | ০২:৪১

টানা কয়েক মাস ধরে চলা উত্তেজনার অবসান ঘটিয়ে নিউইয়র্ক সিটিতে বড় জয় পেয়েছেন ৩৩ বছর বয়সী প্রগতিশীল ডেমোক্র্যাট নেতা জোহরান মমদানি। প্রতিদ্বন্দ্বী সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমো পরাজয় স্বীকার করে তাঁকে ফোনে অভিনন্দন জানিয়ে বলেছেন, ‘আজ রাত তাঁর, তিনি জিতেছেন।’

যদিও চূড়ান্ত ফল আসতে আরও সময় লাগবে, তবুও প্রথম পছন্দের ভোটে বিশাল ব্যবধানে এগিয়ে আছেন মমদানি। নিউইয়র্ক সিটির নির্বাচনী বোর্ড জানিয়েছে, দুই লাখের বেশি ভোটার কেবল একজন প্রার্থীকে বেছে নিয়েছেন, যার অর্থ হলো, মমদানির হাতেই বিজয়ের চাবিকাঠি।

বুধবার এক প্রতিবেদনে এপি বলেছে, এই নির্বাচনী ফল শুধু মেয়র প্রার্থী নির্বাচনের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং তা ডেমোক্রেটিক পার্টির ভবিষ্যৎ পথচলার দিকও নির্দেশ করছে। চার বছর আগে যৌন হয়রানির অভিযোগে গভর্নর পদ থেকে পদত্যাগ করা কুওমো রাজনীতিতে প্রত্যাবর্তনের চেষ্টা করছিলেন। মমদানির প্রবল উত্থান সেই প্রত্যাবর্তনের পথে কার্যত প্রাচীর হয়ে দাঁড়াল।

মাত্র এক বছর আগেও যিনি মূলত রাজনৈতিক বৃত্তের বাইরেই ছিলেন, সেই মমদানি আজ নিউইয়র্কের আলোচিত নাম। হাইভোল্টেজ এই প্রচারণায় তাঁর পোস্টার ছেয়ে গেছে দোকানপাটে, বিলবোর্ডে। অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় তাঁর ভিডিও যেন সর্বত্র। ‘ফ্রি বাস, ফ্রি চাইল্ড কেয়ার, সাশ্রয়ী আবাসন, উচ্চতর ন্যূনতম মজুরি—সবকিছুই ধনীদের ওপর নতুন কর বসিয়ে সম্ভব,’ বলেছিলেন তিনি। তরুণ ভোটারদের এক বিশাল ঢেউ ছিল তাঁর পক্ষে।

‘আজ রাত ইতিহাসের রাত,’ সমর্থকদের উদ্দেশে দেওয়া ভাষণে বলেছিলেন মমদানি। নেলসন ম্যান্ডেলার ভাষায়, এটি সবসময় অসম্ভবই মনে হয়, যতক্ষণ না তা বাস্তবে ঘটে। আমরা করে দেখিয়েছি।’

ব্রুকলিনের কেন্দ্রে মঙ্গলবার সন্ধ্যায় ছিল উৎসবমুখর পরিবেশ। ক্যাম্পেইনের স্বেচ্ছাসেবকরা রাস্তায় রাস্তায় নাচছিলেন, হাতে ছিল মমদানির পোস্টার। স্থানীয় এক তরুণী বলছিলেন, ‘শহরটা আবার বেঁচে উঠেছে। এটি একটি বিদ্যুৎ ছড়ানো অনুভূতি।’

আরও পড়ুন

×