ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

জাপানে ‘টুইটার কিলারের’ মৃত্যুদণ্ড কার্যকর

জাপানে ‘টুইটার কিলারের’ মৃত্যুদণ্ড কার্যকর

হাত দিয়ে মুখ ঢেকেছেন ‘টুইটার কিলার’ খ্যাত তাকাহিরো শিরাইশি। ফাইল ছবি: রয়টার্স

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ জুন ২০২৫ | ২২:৫৭

আট বছর আগে ৯ জনকে খুন করা এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে জাপান। ২০২২ সালের পর এটিই দেশটিতে সর্বোচ্চ সাজা কার্যকর হওয়ার প্রথম ঘটনা। ‘

টুইটার কিলার’খ্যাত তাকাহিরো শিরাইশির ২০১৭ সালের ওই সিরিয়াল খুনের ঘটনা জাপানকে স্তম্ভিত করেছিল। সে সময় ৩০ বছরের শিরাইশি তার শিকারদের প্রলুব্ধ করে নিজ অ্যাপার্টমেন্টে নিয়ে যেতেন। শ্বাসরোধে হত্যা পর তাদের অঙ্গপ্রত্যঙ্গ বিচ্ছিন্ন করে ফেলতেন। তার শিকারদের বেশির ভাগই ছিল ১৫ থেকে ২৬ বছর বয়সের তরুণী। 

নিখোঁজ একজনের সন্ধানে গিয়ে পুলিশ টোকিওর কাছে জামা শহরের এক অ্যাপার্টমেন্টে মানবদেহের টুকরো পাওয়ার পর ২০১৭ সালের অক্টোবরে ওই সিরিয়াল খুনের ঘটনা আলোর মুখ দেখে। বিবিসি।


 

আরও পড়ুন

×