ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

রুশ হামলায় ইউক্রেনের এফ-১৬ বিধ্বস্ত, পাইলট নিহত

রুশ হামলায় ইউক্রেনের এফ-১৬ বিধ্বস্ত, পাইলট নিহত

ছবি: আল-জাজিরা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ জুন ২০২৫ | ২০:০৯

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করতে গিয়ে শনিবার মধ্যরাতে ইউক্রেনের একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এতে ওই বিমানের পাইলট নিহত হয়েছেন। রোববার ইউক্রেনের সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে। যুদ্ধ শুরু হওয়ার পর এই নিয়ে তিনটি এফ-১৬ যুদ্ধবিমান হারালো ইউক্রেন।

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক পোস্টে ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, এফ-১৬-এর পাইলট তাঁর যুদ্ধবিমানে থাকা সব অস্ত্র ব্যবহার করে সাতটি ড্রোন ও ক্ষেপণাস্ত্রের হামলা প্রতিহত করেছেন। এর মধ্যে শেষ হামলাটি ঠেকাতে গিয়ে তাঁর বিমান ক্ষতিগ্রস্ত হয় এবং নিচে নেমে যেতে থাকে। লোকালয়ে বিধ্বস্ত হওয়া প্রতিরোধ করতে পাইলট বিমানটিকে জনবসতি এলাকা থেকে দূরে সরিয়ে নিয়ে যান। কিন্তু তিনি যুদ্ধবিমানটি থেকে বের হওয়ার পর্যাপ্ত সময় পাননি। পরে বিমানটি মাটিতে আছড়ে পড়ে এবং বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি।

গত সাড়ে তিন বছরের মধ্যে গতকাল রাতে ইউক্রেনে সবচেয়ে বড় বিমান হামলা চালিয়েছে রাশিয়া। এ সময় ৪৭৭টি নানা ধরনের ড্রোন ও ৬০টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ক্রেমলিন। এতে এক শিশুসহ অন্তত ছয়জন আহত হয়েছেন। 

ইউক্রেন জানায়, এই হামলাটি ছিল ‘সবচেয়ে ব্যাপক বিমান হামলা।’ রাশিয়ার হামলায় ইউক্রেনজুড়ে বিভিন্ন শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, রাশিয়ার ছোড়া মোট ৫৩৭টি ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মধ্যে ২৪৯টি ভূপাতিত করা হয়েছে। আর ‘নিখোঁজ’ হয়েছে ২২৬টি। ধারণা করা হচ্ছে, ইলেকট্রিক জ্যামার দিয়ে বহু ড্রোন অকার্যকর করে দেওয়া হয়েছে।

ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক্সে এক পোস্টে জানিয়েছেন, যেখানেই জীবনের চিহ্ন আছে, সেখানেই হামলা চালিয়েছে রাশিয়া। তিন বছর ধরে চলা এ যুদ্ধ শেষ হওয়ার যে আশা তৈরি হয়েছিল, এ হামলার মাধ্যমে সেটি শেষ হয়ে গেছে। খবর আলজাজিরা ও এএফপির

আরও পড়ুন

×