সিনেটে উৎরে গেল ট্রাম্পের ‘বিগ, বিউটিফুল বিল’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি-সংগৃহীত
সমকাল ডেস্ক
প্রকাশ: ৩০ জুন ২০২৫ | ০০:৫০
যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের রিপাবলিকানরা দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘বিগ, বিউটিফুল বিল’ পাসের পথে এক ধাপ অগ্রসর হলো। বিশাল ব্যয় এবং কর কমানোর বিলটি উচ্চকক্ষে আলোচনার জন্য উঠবে কিনা, শনিবার রাতে সেই ভোট হয়েছে। তাতে ট্রাম্পের এই ‘বিগ, বিউটিফুল বিল’ ৫১-৪৯ ব্যবধানে উৎরেছে বলে জানিয়েছে সিএনএন।
এখন সিনেটররা বিলটি নিয়ে আলোচনা ও বিতর্ক করবেন; সুযোগ থাকবে নানান সংশোধনী ঢোকানোরও। বিলটি আইনে পরিণত হলে এর হাত ধরে ফেডারেল করের পরিমাণ কমবে, সামরিক খাত ও সীমান্ত নিরাপত্তায় ব্যয় বাড়বে এবং মেডিকেইডের মতো কর্মসূচিতে কম ব্যয় হবে।
ট্রাম্প ৪ জুলাইয়ের মধ্যে বিলে স্বাক্ষর করে সেটিকে আইনে পরিণত করতে চান। কিন্তু সে পর্যন্ত যেতে বিলটিকে আরও বেশ কয়েকটি ধাপ পাড়ি দিতে হবে।
তর্কবিতর্কের পর সিনেটে সংশোধনীসহ গৃহীত হলে বিলটি ফের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে আলোচনা ও ভোটের জন্য যাবে। দুই কক্ষ বিলের একই সংস্করণে একমত না হওয়া পর্যন্ত প্রেসিডেন্ট তাতে স্বাক্ষর করতে পারবেন না।
শনিবার রাতের ৫১-৪৯ ব্যবধানে জেতাকে ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে ‘অসাধারণ বিজয়’ বলে অভিহিত করেছেন। এ জন্য চার রিপাবলিকান রিক স্কট, মাইক লি, রন জনসন ও সিনথিয়া লামিসকে ধন্যবাদও দিয়েছেন তিনি। এদিন দুই রিপাবলিকান বিপক্ষেও ভোট দিয়েছেন। তারা হলেন– থম তিলিস ও র্যান্ড পল। ট্রাম্প পরে এ দু’জনের সমালোচনা করেছেন।
দোদুল্যমান রিপাবলিকানদের মন জয় করতে এদিন ক্যাপিটলে যান ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও। তিনি কয়েক সিনেটরের সঙ্গে দেখা করে তাদের ভোট পক্ষে আনার জোর চেষ্টা চালান। সিনেটর লিসা মুরকোওস্কি প্রথমে বিলটি সিনেটে আলোচনার জন্য উত্থাপনের বিপক্ষে অবস্থান নেবেন বলে জানালেও তাঁর রাজ্য আলাস্কার সুবিধা হবে– এমন কিছু জিনিস বিলে সংযুক্ত হওয়ার পর তিনি মত বদলান।
এদিকে সিনেটের ডেমোক্র্যাটরা বিলটি পাস যেন দেরিতে হয়, তা নিশ্চিতে পার্লামেন্টের সহকারীদের পুরো বিলটি জোরে জোরে পড়ার দায়িত্ব দিয়েছেন, যা শেষ হতে ১০ থেকে ১৫ ঘণ্টা পর্যন্ত লেগে যেতে পারে।
- বিষয় :
- ডোনাল্ড ট্রাম্প
- বিল পাস