ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

কোয়ারেন্টাইনে বিরক্ত ব্রাজিলের প্রেসিডেন্ট

কোয়ারেন্টাইনে বিরক্ত ব্রাজিলের প্রেসিডেন্ট

জইর বলসোনারো

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ জুলাই ২০২০ | ০০:৫৪

করোনাভাইরাস (কভিড-১৯) পজিটিভ আসায় কোয়ারেন্টাইনে দিন কাটছে ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনারোর। এক সপ্তাহ না যেতেই কোয়ারেন্টাইনের ওপর বিরক্ত হয়ে উঠেছেন লাতিন আমেরিকার অন্যতম বিশাল এই দেশটির শাসনকর্তা।

সোমবার সিএনএন ব্রাজিলকে দেওয়া সাক্ষাৎকারে নিজের স্পষ্ট বিরক্তির কথা জানিয়েও  বলসোনারো বলেন, কোয়ারেন্টাইন নিয়ে বিরক্ত। এ অবস্থা থেকে থেকে মুক্তি পেতে নতুন করে টেস্ট করাবেন তিনি। খবর এনডিটিভির।

সাক্ষাৎকারে ব্রাজিলের প্রেসিডেন্ট বলেন, তিনি ভালো আছেন। তার জ্বর কিংবা কোনো শ্বাসকষ্ট নেই। মঙ্গলবার তার নতুন করোনা টেস্টের ফলাফল বের হবে। কোয়ারেন্টাইন খুব ভয়াবহ একটা ব্যাপার।। তিনি বাড়িতে বসে থাকার এই রুটিন মেনে নিতে পারছেন না।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো শুরু থেকেই করোনাকে আদৌ পাত্তা দিচ্ছিলেন না ডানপন্থী প্রেসিডেন্ট বলসোনারো। করোনা প্রতিরোধে ব্রাজিলের বিভিন্ন রাজ্যে লকডাউন জারি করারও ঘোরবিরোধী ছিলেন তিনি।

করোনায় মৃত্যু ও আক্রান্তের দিক থেকে বিশ্বে দ্বিতীয় স্থানে অবস্থান করছে ব্রাজিল। দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৮ লাখ ৮৭ হাজার ৯৫৯ জন। মারা গেছেন ৭২ হাজার ৯২১ জন। আক্রান্ত ও মৃত্যুর এই তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র।

আরও পড়ুন

×