ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

ব্রিকস সম্মেলনে যৌথ ঘোষণা

শুল্কে বিশ্ব অর্থনীতি ঝুঁকিতে, গণহত্যায় ইসরায়েল

শুল্কে বিশ্ব অর্থনীতি  ঝুঁকিতে, গণহত্যায়  ইসরায়েল

ফাইল ছবি

 সমকাল ডেস্ক 

প্রকাশ: ০৮ জুলাই ২০২৫ | ০১:১৫

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্ক বিশ্ব অর্থনীতির জন্য ঝুঁকি সৃষ্টি করেছে বলে একমত হয়েছেন বর্ধনশীল অর্থনৈতিক জোট ব্রিকসের নেতারা। পাশাপাশি ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার নিন্দা জানান তারা। গাজায় ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তুলে নেতারা নিঃশর্ত যুদ্ধবিরতি মেনে নেওয়ার জন্য নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছেন। যৌথ ঘোষণায় রাশিয়া ও ইউক্রেনের প্রতি শান্তিচুক্তির আহ্বান জানানো হয়। ব্রাজিলের রিওডি জেনিরো শহরে রবি ও সোমবার জোটটির ১৭তম শীর্ষ সম্মেলন থেকে যৌথ বিবৃতির ঘোষণাটি (ব্রিকস ডিক্লারেশন) আসে।  
এদিকে শুল্কনীতির সমালোচনা করায় ব্রিকস দেশগুলোর ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প। সম্মেলনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি যোগ দেন। ইরান কিছু আপত্তির কথা জানালেও যৌথ বিবৃতির কোনো বিরোধিতা করেনি দেশটি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সম্মেলনের ফাঁকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন। তবে সৌদি আরব সম্মেলন এড়িয়ে গেছে।  
ব্রিকসের সদস্য দেশগুলো হলো ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, মিসর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, ইরান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত।  

রোববার ব্রিকস সম্মেলনের উদ্বোধন করেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দ্য সিলভা। বক্তব্যের শুরুতেই তিনি ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তোলেন। রয়টার্স জানায়, সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসাসহ বিশ্বনেতারা উপস্থিত ছিলেন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং প্রথমবারের মতো অনুপস্থিত ছিলেন। তাঁর পক্ষে প্রতিনিধিত্ব করেন প্রধানমন্ত্রী লি কিয়াং। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভার্চুয়ালি যোগ দেন। তবে পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ সম্মেলনে উপস্থিত ছিলেন। পুতিন তাঁর বক্তব্যে জোটটির প্রশংসা করে বলেন, ব্রিকস বিশ্ব শাসন ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠেছে। সম্মেলনে নেতারা সরাসরি ট্রাম্পের নাম উল্লেখ করে সমালোচনা করেননি। 

শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের  
ব্রিকস সম্মেলনে ট্রাম্পের শুল্কনীতি নিয়ে সমালোচনা হয়। এর পরই তিনি ব্রিকসভুক্ত দেশগুলোর ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ট্রাম্প লিখেছেন, যেসব দেশ ব্রিকসের মার্কিনবিরোধী নীতির সঙ্গে নিজেদের যুক্ত করবে, তাদের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। এর ব্যতিক্রম হবে না। 

শুল্ক নিয়ে সংঘাত চায় না চীন 
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ব্রিকস দেশগুলোর ওপর নতুন করে যে শুল্ক আরোপের হুমকি দিয়েছেন, তাতে নাক গলাবে না চীন। দেশটি জানিয়েছে, শুল্ক আরোপ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমরা সংঘাতে যেতে চাই না। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং এক বিবৃতিতে বলেন, বাণিজ্য ও 
শুল্কযুদ্ধে প্রকৃতপক্ষে কোনো দেশ বিজয়ী হতে পারে না। আমরা অন্তর্ভুক্তি ও সহযোগিতামূলক পদক্ষেপের পক্ষে।    

আরও পড়ুন

×