মাস্ক পরতে বলায় দোকানের কর্মীকে গুলি

গুলির ঘটনার পর দোকানের সামনে পুলিশ-দ্য ওয়াশিংটন পোস্ট
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ আগস্ট ২০২০ | ২৩:১৪ | আপডেট: ০৩ আগস্ট ২০২০ | ২৩:৪৪
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার একটি দোকানে প্রবেশের সময় মাস্ক পরতে বলায় এক ব্যক্তি দোকানের কর্মীকে গুলি করেছেন।
৩৫ বছর বয়সী ওই ব্যক্তির নাম অ্যাডাম জাবোরোভস্কি। খবর দ্য ওয়াশিংটন পোস্টের
পুলিশ জানিয়েছে, শুক্রবার বেথলেহেম শহরের একটি সিগারেটের দোকানে ঢোকার চেষ্টা করছিলেন তিনি। এসময় তাকে মাস্ক পরতে বলেন দোকানের এক কর্মী। অ্যাডাম এসময় দুটো সিগারেট ছিনিয়ে নিয়ে চলে যেতে শুরু করলে সেগুলো ফিরিয়ে আনতে দোকানকর্মীও তার পিছু নেন। ক্ষিপ্ত হয়ে অ্যাডাম বন্দুক বের করে ওই কর্মীকে গুলি করেন।
পরের দিন পুলিশের সঙ্গেও গুলি বিনিময় হয় তার। এসময় তিনি আহত হন এবং পুলিশ তাকে গ্রেপ্তার করে।
এদিকে অ্যাডামের অ্যাটর্নি জন ওয়ালড্রন বলছেন, করোনা মহামারির কারণে চাকরি হারিয়েছেন অ্যাডাম, সেইসঙ্গে বাচ্চার কাস্টডিও হারিয়েছেন। সব মিলিয়ে কঠিন সময় পার করছিলেন তিনি। এ কারণে এমন কাণ্ড ঘটিয়েছেন অ্যাডাম ।
করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে মাস্ক পরা বাধ্যতামূলক করা হলেও যুক্তরাষ্ট্রের অনেকেই তা মানছেন না। এর আগে মাস্ক পরা নিয়ে বেশ কয়েকটি সহিংসতার ঘটনা ঘটেছে।
- বিষয় :
- পেনসিলভানিয়া
- দোকানের কর্মীকে গুলি
- মাস্ক