ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

আফগানিস্তানে আকস্মিক বন্যায় ৭২ জনের প্রাণহানি

আফগানিস্তানে আকস্মিক বন্যায় ৭২ জনের প্রাণহানি

আফগানিস্তানে আকস্মিক বন্যা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২০ | ০১:২৬ | আপডেট: ২৬ আগস্ট ২০২০ | ০৭:৫৮

আফগানিস্তানে আকস্মিক বন্যায় অন্তত ৭২ জনের মৃত্যু ঘটেছে। মঙ্গলবার রাতের বেলায় বন্যার পানির প্রবল স্রোতে শত শত ঘরবাড়ি ধসে ও ভেসে গিয়ে এই প্রাণহানি ঘটেছে। এ সময় বেশির ভাগ মানুষই ঘুমিয়ে ছিলেন। বুধবার দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় প্রাণহানির এ তথ্য নিশ্চিত করেছে। বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজধানী কাবুলের উত্তরে চারিকার শহর। খবর বিবিসি ও আলজাজিরার 

আফগান দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানায়, দেশের উত্তর ও পূর্বাঞ্চলীয় পারওয়ান, নুরিস্তান, কাপিসা, পাঞ্জসির, পাকতিয়া, ময়দান ওয়ারদাক, নানগারহার প্রদেশে মঙ্গলবার রাতভর প্রবল বর্ষণের কারণে আকস্মিক বন্যার সৃষ্টি হয়। বিশেষ করে পারওয়ান প্রদেশের চারিকার শহর ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এ বন্যায়।

বুধবার প্রাদেশিক সরকারের মুখপাত্র ওয়াহিদা শাহকার বলেন, চারিকার শহরেই তিন শতাধিক বাড়ি পানির স্রোতে ভেসে গেছে। ঘরবাড়ি ধসে অন্তত ৬৮ জন মারা গেছেন। আহত হয়েছেন ৯০ জন। চারিকার শহরে মৃতদের মধ্যে শিশুর সংখ্যাই বেশি। চারিকার ছাড়াও ওয়ারদাক ও নানগারহারে দুই জন করে মারা গেছেন বন্যায়। 

ওয়াহিদা আরও জানান, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। কেননা, এখনও বিধ্বস্ত অনেক ঘরবাড়ির নিচে অনেকে চাপা পড়ে থাকতে পারেন। তল্লাশি ও উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে উদ্ধারকারী বাহিনী। 

পারওয়ানের শাহরাক মালিমিন গ্রামের বাসিন্দা আহমাদ জান বলেন, গ্রামের ৫০টির বেশি বাড়ি বন্যার পানিতে বিলীন হয়ে গেছে। ভোরের বেলা, বেশির ভাগই মানুষই ঘুমিয়ে ছিল। বিধ্বস্ত বাড়ির নিচে চাপা পড়েই প্রাণহানি বেশি হয়েছে। 

দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মুখপাত্র আহমাদ তামিম আজিমি বলেন, মঙ্গলবার দিনভর বৃষ্টির পর সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্যার সতর্কতা জানানো হয়েছিল। তারপরও এতো ক্ষয়ক্ষতি হলো। বন্যায় আটকেপড়াদের উদ্ধারে অভিযান জোরদার করা হয়েছে। 

বন্যায় প্রাণহানির ঘটনায় শোক ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সমবেদনা জানিয়েছেন আফগান প্রেসিডেন্ট আশরাফ গানি। 

আরও পড়ুন

×