ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

জনসন অ্যান্ড জনসনের করোনা ভ্যাকসিনের ট্রায়াল স্থগিত

জনসন অ্যান্ড জনসনের করোনা ভ্যাকসিনের ট্রায়াল স্থগিত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২০ | ০০:৩১

জনসন অ্যান্ড জনসনের করোনাভাইরাসের ভ্যাকসিনের ট্রায়াল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। ট্রায়ালে একজন স্বেচ্ছাসেবক অসুস্থ হয়ে পড়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শেষ ধাপের পরীক্ষার জন্য যুক্তরাষ্ট্রে প্রায় ৬০ হাজার স্বেচ্ছাসেবকের ওপর ট্রায়াল চালাচ্ছিল প্রতিষ্ঠানটি। খবর দ্য গার্ডিয়ানের

স্বেচ্ছাসেবকের সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি প্রতিষ্ঠানটি। এছাড়া তার অসুস্থতা সম্পর্কিত তথ্যাবলী আরও ভালোভাবে পর্যালোচনা করছে প্রতিষ্ঠানটি।

জনসন অ্যান্ড জনসন এক বিবৃতিতে জানিয়েছে, একজন স্বেচ্ছাসেবক অসুস্থ হয়ে পড়ায় ট্রায়াল সাময়িকভাবে স্থগিত রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। আমাদের গাইডলাইন অনুসরণ করে অংশগ্রহণকারীদের অসুস্থতা পর্যালোচনা করে দেখা হচ্ছে।  

উদ্ভূত পরিস্থিতিতে আপাতত নতুন স্বেচ্ছাসেবক নিয়োগের অনলাইন নিবন্ধন স্থগিত রাখা হয়েছে। এছাড়া পুরো ট্রায়ালের ওপর নজর রাখতে একটি নিরপেক্ষ সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে। 

এর আগে, যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং অ্যাস্ট্রাজেনেকার তৈরি করা কোভিড-১৯ এর ভ্যাকসিনের ট্রায়াল সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। সেপ্টেম্বরের শুরুতে ট্রায়ালের তৃতীয় ধাপে ভ্যাকসিনের ডোজে এক নারী স্বেচ্ছাসেবকের শরীরে কিছু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেলে ভ্যাকসিনটির পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করা হয়।


আরও পড়ুন

×