নারীকে ভুলে পশুর সঙ্গে তুলনা, তীব্র সমালোচনায় নেতানিয়াহু

বেঞ্জামিন নেতানিয়াহু
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২০ | ০৫:২৯ | আপডেট: ২৮ নভেম্বর ২০২০ | ১০:৩১
নারী ও শিশুদের ভুলে পশুর সঙ্গে তুলনা করে ব্যাপক সমালোচনায় পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
নারীর ওপর সহিংসতা দূরীকরণ দিবস উপলক্ষে মঙ্গলবার দেশটির বুধবার দেশটির আইনসভা নেসেটে বক্তব্য রাখার সময় ওই ভুল করেন। এ নিয়ে দেশটিতে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে। খবর রিপাবলিকওয়ার্ল্ড ডট কমের।
খবরে বলা হয়, গত বুধবার ছিল ইন্টারন্যাশনাল ডে ফর দ্য এলিমিনেশন অব ভায়োলেন্স এগেইনস্ট উইমেন বিষয়ক আন্তর্জাতিক দিবস। সে উপলক্ষে ইসরায়েলের নেসেটে বক্তব্য রাখেন নেতানিয়াহু। এ সময় সেখানে উপস্থিত ছিলেন তার স্ত্রী সারা এবং দেশের নারী সংগঠনের প্রতিনিধিরা।
তাদের উপস্থিতিতে নেতানিয়াহু বলেন, ‘নারীরা আপনার বা আমার সম্পদ নয়, তারা পশুও নয় যে তাদের ওপর অত্যাচার করা যাবে। ইদানিং আমরা বলি, পশুকেও আঘাত করো না। আমরা জানি, পশুদেরও বোধবুদ্ধি, চেতনা, অনুভূতি রয়েছে। সুতরাং সব নারী ও শিশু যদি পশুও হয়, তবে তাদের প্রত্যেকেরই অধিকার রয়েছে।’
নেতানিয়াহুর এই মন্তব্য নিয়ে শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও সমালোচনার ঝড় ওঠে। বিতর্ক বাড়তেই তা প্রশমনের উদ্যোগ নেয় প্রধানমন্ত্রীর দপ্তর।
পরে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বিবৃতি দিয়ে জানানো হয়, ‘নারী সুরক্ষা ও নারীদের অধিকার নিয়ে মন খুলে কথা বলেছেন প্রধানমন্ত্রী। নারীদের প্রতি সহিংসার প্রতিবাদেও সরব তিনি। নেসেটে রাখা বক্তব্যের একটি ছোট অংশে হেনস্থার উদাহরণ দিতে গিয়ে পশুর প্রসঙ্গ টেনেছেন নেতানিয়াহু। তিনি কোনোভাবেই পশুর সঙ্গে নারীর তুলনা করেননি।’
- বিষয় :
- শিশু
- পশু
- ইসরাইল
- বেঞ্জামিন নেতানিয়াহু
- নারী ও শিশু
- নারী