আলবার্টায় করোনার সংক্রমণ বৃদ্ধিতে রেকর্ড

আহসান রাজীব বুলবুল, আলবার্টা
প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২০ | ০৫:২৩
কানাডার আলবার্টায় করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত রোগীর সংখ্যা ব্যাপক মাত্রায় বৃদ্ধি পাচ্ছে। সোমবার এখানে করোনায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি, হাসপাতালে ভর্তি এবং নিবিড় পরিচর্যাকেন্দ্রে ভর্তিতে আরও একটি রেকর্ড করেছে। এ দিন ২০ হাজার ৪৯৯ জনের করোনা পরীক্ষা করে ৭৩৩ জন শনাক্ত হয়েছেন। শতকরা এর হার ৮ শতাংশেরও বেশি, যা অতীতের সব রেকর্ড ভেঙেছে।
আলবার্টার প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ডীনা হিনশা সংবাদ সম্মেলনে বলেন, নতুন বিধিনিষেধের প্রভাব পড়ার আগে পরবর্তী কয়েক দিন করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা এবং হাসপাতালে ভর্তির সংখ্যা বাড়তে থাকবে। তিনি আরো বলেন, আমাদের প্রত্যেককে অবশ্যই আগের চেয়ে বেশি সচেতন থাকতে হবে। একে অপরকে এবং স্বাস্থ্যসেবা সিস্টেমকে করতে হবে।
এদিকে কানাডার গণপরিষেবা মন্ত্রী অনিতা আনন্দ বলেছেন, তার দেশ টিকা প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সম্ভাব্য কভিড-১৯ টিকা আগেভাগে পেতে আগ্রাসী প্রচেষ্টা চালাচ্ছে।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, আগামী বছরের সেপ্টেম্বরের মধ্যেই কানাডার অর্ধেকেরও বেশি মানুষের কাছে পৌঁছে যাবে কভিড-১৯ টিকা। ট্রুডো বলেন, দেশব্যাপী টিকাদান কার্যক্রম পরিচালনার জন্য তার সরকার সকল প্রদেশ এবং অঞ্চলের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে।
উল্লেখ্য, টিকা পেতে কানাডা ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের মডার্না, ফাইজার, নোভাভ্যাক্স ও জনসন অ্যান্ড জনসনের সঙ্গে চুক্তি করেছে। তবে এগুলোর মধ্যে কোন কোম্পানির টিকা আগে পেতে কানাডা আলোচনা করছে, তা জানা যায়নি।
সর্বশেষ তথ্য অনুযায়ী, কানাডায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৭৮ হাজার ১৩৯ জন, মৃত্যুবরণ করেছেন ১২ হাজার ১৩০ জন এবং সুস্থ হয়েছেন ২ লাখ ৯৯ হাজার ৯৭২ জন।