ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

মুসলমানকে বিয়ে না করায় পাকিস্তানে খ্রিস্টান কিশোরী খুন

মুসলমানকে বিয়ে না করায় পাকিস্তানে খ্রিস্টান কিশোরী খুন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২০ | ০২:০৮

পাকিস্তানে খ্রিস্টান কিশোরীর পরিবার এক মুসলমানের বিয়ের প্রস্তাব গ্রহণ না করায় ওই কিশোরীকে খুন করা হয়েছে।   

রোববার সোনিয়া নামের ওই কিশোরীকে খুন করা হয়। এ ঘটনায় অভিযুক্ত ফাইজানকে আটক করেছে রাউয়ালপিন্ডি পুলিশ। প্রধান অভিযুক্ত শেহজাদকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। খবর আইএএনএসের

শেহজাদের মা বলেন, সোনিয়ার পরিবারের কাছে তার ছেলের জন্য বিয়ের প্রস্তাব পাঠানো হয়েছিল। কিন্তু সোনিয়ার পরিবার তা প্রত্যাখ্যান করেন। ফাইজান নামের আরেকজনকে বিয়ে করতে যাচ্ছিলেন সোনিয়া। 

পুলিশ জানিয়েছে, ঘটনার দিন সোনিয়া ফাইজানের সঙ্গে হাইওয়েতে ভ্রমণ করছিলেন। সে সময় শেহজাদ সোনিয়ার গায়ে আগুন ধরিয়ে দেন।  

ব্যক্তিগত আক্রোশ থেকে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। 

রাউয়ালপিন্ডি পুলিশের একজন ডিআইজি বলেছেন, খুনের সম্ভাব্য সব দিক বিবেচনা করে পুলিশ তদন্ত করছে।

আরও পড়ুন

×