ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

রোমানিয়ায় বামপন্থী সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির জয়

রোমানিয়ায় বামপন্থী সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির জয়

রোমানিয়ার নির্বাচনে ভোট দিচ্ছেন এক নাগরিক

স্লোভেনিয়া প্রতিনিধি

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২০ | ০৬:০৯ | আপডেট: ০৮ ডিসেম্বর ২০২০ | ০৬:১৪

রোমানিয়ায় রোববারের নির্বাচনে বামপন্থী ও লিবারেল ভাবধারার রাজনৈতিক দল হিসেবে পরিচিত সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি বিজয়ী হয়েছে। বিবিসির খবর অনুযায়ী, নির্বাচনে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি পেয়েছে ৩০ শতাংশ ভোট। অন্যদিকে বর্তমান ক্ষমতাসীন ন্যাশনাল লিবারেল পার্টি পেয়েছে ২৫ শতাংশ ভোট। 

অন্যান্য রাজনৈতিক জোটের মধ্যে ইউএস আর প্লাস পেয়েছে ১৪ শতাংশ ভোট এবং এইউআর পেয়েছে ০৮ শতাংশ ভোট। এছাড়া দেশটিতে বসবাসরত সংখ্যালঘু হাঙ্গেরিয়ানদের প্রতিনিধিত্বশীল রাজনৈতিক সংগঠন ডেমোক্র্যাটিক ইউনিয়ন অব দ্য হাঙ্গেরিয়ানস অব রোমানিয়া পেয়েছে ০৬ শতাংশ ভোট।

করোনা মহামারির মধ্যেও এরকম একটি নির্বাচন আয়োজনকে কেন্দ্র করে দেশটির সাধারণ মানুষের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। যদিও দেশটির রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, এবারের নির্বাচনে করোনা ভাইরাস ইস্যু সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে কাজ করেছে। এছাড়াও কোভিড মহামারির কারণে রোমানিয়ার এবারের নির্বাচনে ভোটকেন্দ্ৰগুলোতে তেমন একটা ভোটারের উপস্থিতি ছিলো না। 

দেশটির বিভিন্ন গণমাধ্যম দাবি করছে, নব্বইয়ের পরবর্তী সময়ে দেশটিতে যতগুলো নির্বাচন হয়েছে তার মধ্যে এবারই সবচেয়ে কম ভোট পড়েছে। তবে এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ভোটের অঙ্ক পূর্ণ করতে না পারায় জোটবদ্ধভাবে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টিকে সরকার গঠনের চিন্তা করতে হবে।

ইউরোপিয় ইউনিয়নের অতর্ভুক্ত দেশগুলোর মাঝে অর্থনৈতিকভাবে তুলনামূলক পশ্চাৎপদ অবস্থানে রয়েছে রোমানিয়া। ২০০৭ সালে ইইউতে অন্তর্ভুক্ত হওয়ার পর থেকে দীর্ঘদিন ধরে রোমানিয়া সেনজনে অন্তর্ভুক্তির জন্য দাবি জানিয়ে আসছে তবে রাজনৈতিক অস্থিতিশলতা এবং তুলনামূলকভাবে দুর্নীতির মাত্রা বেশি থাকায় রোমানিয়ার এ আবেদন বারবার অগ্রাহ্য করেছে সেনজেন কর্তৃপক্ষ। উন্নত জীবনের আশায় প্রত্যেক বছর রোমানিয়া থেকে বহু মানুষ পাড়ি জমাচ্ছেন ফ্রান্স, ইতালি, স্পেন, জার্মানি, গ্রেট ব্রিটেন, অস্ট্রিয়াসহ পশ্চিম ইউরোপের বিভিন্ন দেশে। 

করোনা মহামারি দেশটিকে আরও অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে, প্রথম ধাপের করোনা মোকাবেলায় রোমানিয়া সফল হলেও দ্বিতীয় ধাপে এসে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন অবস্থানে মোড় নেয়। বিরোধীপক্ষের রাজনৈতিক জোটের নেতারা বারবার সেকেন্ড ওয়েভে দেশটিতে লাগালমহীনভাবে করোনার সংক্রমণ বৃদ্ধির পেছনে বর্তমান ক্ষমতাসীন রাজনৈতিক জোটকে দায়ী করে আসছিল।

মধ্য রোমানিয়ায় অবস্থিত ট্রান্সসিলভানিয়ার এক অধিবাসী সার্জিউ মিউরেসান, যিনি পেশায় একজন কম্পিউটার প্রোগ্রামার। রোববারের এ নির্বাচন সম্পর্কে তিনি জানান, এ নির্বাচনকে তিনি ইতিবাচক হিসেবে গ্রহণ করেছেন। নতুন সরকারকে কোভিড মহামারি মোকাবেলায় কার্যকর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি দেশটির অর্থনৈতিক অবস্থার উন্নয়নে কাজ করার জন্য আহ্বন জানিয়েছেন।

অন্যদিকে দেশটির রাজধানী বুখারেস্টের বাসিন্দা আলিনা ক্রিস্টিনা উদরেসকুকে এ নির্বাচন সম্পর্কে জানান, এ নির্বাচন রোমানিয়ার সাধারণ মানুষের সঙ্গে তামাশা ছাড়া আর কিছুই নয়। অতীতে দেশটির প্রায় সব সরকারের প্রতিশ্রুতি ছিলো অর্থনৈতিক খাতকে চাঙ্গা করা, ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতিকে নিয়ন্ত্রণে রাখা এবং দুর্নীতির প্রসারতা রোধ করা। কিন্তু কোনো সরকার তাদের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেনি। 

তিনি বলেন, ২০১৭ সালে সোরিন গ্রিন্দিয়ানুর নেতৃত্বে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি দেশটির রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল। কিন্তু দুর্নীতির অভিযোগে সংসদের অনাস্থা ভোটে তার মন্ত্রিসভা ভেঙে দেওয়া হয়। আর যেহেতু এককভাবে সংখ্যাগরিষ্ঠতা না আসায় জোটগতভাবে সরকার গঠনের জন্য রাজনৈতিক দলগুলোকে অগ্রসর হতে হবে, তাই নতুন সরকারের স্থিতিশীলতা নিয়েও প্রশ্ন আছে। 

আরও পড়ুন

×