বিয়েতে কৃষকদের জন্য অর্থ সাহায্য চাইলেন তারা

প্রতীকী ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২০ | ০৪:৫০ | আপডেট: ০৯ ডিসেম্বর ২০২০ | ০৫:০৬
কৃষকদের সমর্থন জানাতে সম্প্রতি ট্রাক্টরে চেপে বিয়ে করতে গিয়েছিলেন পাত্র। ওই ঘটনার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে।
এবার কৃষকদের সেই আন্দোলনের সংহতি প্রকাশ করতে অভিনব পদ্ধতি দেখালেন পাঞ্জাবের আরেক নবদম্পতি।
ভারতের সংবাদমাধ্যম জানায়, নিজেদের বিয়ের অনুষ্ঠানে আশীর্বাদ হিসেবে কৃষকদের জন্য অর্থ সাহায্য চাইলেন তারা। তাদের এই মানবিক প্রয়াস সব মহলে প্রশংসা কুড়োচ্ছে।
কৃষি আইনের প্রতিবাদে গত ১২ দিন ধরে চলা আন্দোলনে হরিয়ানা-পাঞ্জাবসহ একাধিক রাজ্যের কৃষকরা আইন প্রত্যাহারের দাবিতে দিনের পর দিন রাস্তাতেই কাটাচ্ছেন।
ইতোমধ্যে কৃষকদের পাশে দাঁড়িয়েছেন অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ, ভারতীয় বক্সার বিজেন্দর সিং-সহ অনেক তারকা। এছাড়া এই আন্দোলনকে সমর্থন জানিয়েছে বিরোধী দলগুলিও। কিন্তু কেন্দ্রের সঙ্গে ষষ্ঠবার আলোচনার পরও কোনও সমাধান সূত্র বেরোয়নি।
ফলে দিন যত গড়াচ্ছে, পরিস্থিতি ততই জটিল হচ্ছে। তবে দ্রুত সমস্যা মেটাতে কেন্দ্রের পক্ষ থেকে নয়া প্রস্তাবও দেওয়া হচ্ছে বলে খবর। এরই মধ্যে কৃষকদের পাশে দাঁড়াতে অভিনব পন্থা বের করলেন এই নবদম্পতি।
- বিষয় :
- অর্থ সাহায্য
- বিয়ের আসর
- কৃষক আন্দেলন