ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

গ্যাস নিঃসরণ আরো কমাতে চুক্তি

গ্যাস নিঃসরণ আরো কমাতে চুক্তি

ছবি: আল জাজিরা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২০ | ০৫:০৪ | আপডেট: ১১ ডিসেম্বর ২০২০ | ০৫:২৩

রাতভর দীর্ঘ আলোচনার পর চলতি দশকে গ্রিনহাউস গ্যাস কমানোর উচ্চাকাঙ্ক্ষী এক লক্ষ্যে একমত হয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ২০৩০ সাল নাগাদ এই লক্ষ্যমাত্রা পূরণের ব্যাপারে একটি পূর্ণাঙ্গ চুক্তিও হয়েছে সদস্য দেশগুলোর মধ্যে।

চুক্তিতে ১৯৯০ দশকের তুলনায় এই নিঃসরণ কমপক্ষে ৫৫ শতাংশ কমিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর ফলে সপ্তাহ শেষে জাতিসংঘের জলবায়ু বৈঠকের আগে বড় একটি বিব্রতকর অবস্থা এড়াতে সক্ষম হয়েছে সংস্থাভুক্ত দেশগুলো। খবর আল জাজিরার।

সংস্থাভুক্ত কয়লানির্ভর ২৭টি দেশের মধ্যে গ্যাস নিঃসরণ কমানোর বিষয়ে নানারকম মতবিরোধ ছিল। ইউনিয়নের পরিচালনা কমিশনের প্রস্তাব অনুযায়ী নিজেদের মধ্যে মতবিরোধ কমিয়ে আনার লক্ষ্যে ব্রাসেলেসে অনুষ্ঠিত দু’দিনের সম্মেলনে নিজেদের মধ্যে ম্যারাথন আলোচনা চালায় তারা। শুক্রবার চলতি শতকের মাঝামাঝি সময়ের মধ্যে কাঙ্ক্ষিত লক্ষ্যার্জনের ব্যাপারে ইউনিয়নের প্রস্তাবকে অনুমোদন দিল তারা।

ইউরোপীয় ইউনিয়নের সভাপতি এবং শীর্ষ সম্মেলনের সভাপতির দায়িত্বপালনকারী চার্লস মিশেল এক টুইট বার্তায় বলেন, ‘জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে ইউরোপ অবশ্যই শীর্ষস্থানীয়। আমরা ২০৩০ সালের মধ্যে কম পক্ষে ৫৫ শতাংশ গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানোর সিদ্ধান্ত নিয়েছি। আমরা গত শতকের নির্ধারিত ৪০ শতাংশ লেভেলের পরিবর্তে এই লক্ষ্য নির্ধারণ করেছি।’

জলবায়ু পরিবর্তন নিয়ে সবচেয়ে বড় প্যারিস চুক্তি হয়েছে পাঁচ বছর আগে। ইউরোপীয় জলবায়ু পরিবর্তনের লড়াইয়ে নিজেদের সবার ওপরে তুলে ধরতে চায়।

আরও পড়ুন

×