পাকিস্তানে জীবনবীমা করেছিলেন তালেবান নেতা

মোল্লা আখতার মনসুর
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২০ | ০১:০৭ | আপডেট: ১৫ ডিসেম্বর ২০২০ | ০১:৩১
মার্কিন বিমান হামলায় নিহত আফগানিস্তানের তালেবান নেতা মোল্লা আখতার মনসুর পাকিস্তানে জীবনবীমা করেছিলেন বলে জানা গেছে।
২০১৬ সালে মার্কিন ড্রোন হামলায় নিহত হন তিনি। তার আগে পাকিস্তানের একটি বেসরকারি কোম্পানির কাছ থেকে তিনি জীবনবীমা করিয়েছিলেন। খবর এএনআইয়ের
শনিবার মনসুরের ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসে আর্থিক মদদ দেওয়া সংক্রান্ত একটি মামলার শুনানি ছিল করাচির আদালতে। সেখানে পাকিস্তানের একটি বেসরকারি কোম্পানির পক্ষ থেকে মনসুরের নামে থাকা জীবনবীমা পলিসির কাগজপত্র জমা করা হয়।
ওই কোম্পানি সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ২১ মে নিহত হওয়ার আগে নকল পরিচয় দিয়ে পাকিস্তানের ওই বেসরকারি কোম্পানি থেকে জীবনবীমা করেছিলেন মনসুর। বীমার প্রিমিয়াম বাবদ ৩ লাখ টাকা জমাও করেছিলেন তিনি।
আদালতে মামলার শুনানির সময় বীমা কোম্পানির পক্ষ থেকে সুদসহ মোট সাড়ে ৩ লাখ টাকা আদালতে জমা করা হয়। ওই টাকা পাকিস্তান সরকারের কোষাগারে জমা পড়বে।