ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

তুরস্কের হাসপাতালে আগুন, নিহত ৮

তুরস্কের হাসপাতালে আগুন, নিহত ৮

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২০ | ০১:৪৫ | আপডেট: ১৯ ডিসেম্বর ২০২০ | ০১:৫৫

তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় গাজিয়ান্তেপ প্রদেশের একটি বেসরকারি হাসপাতালে অক্সিজেন মেশিনে আগুন লেগে বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে আটজন নিহত হয়েছে। শনিবার এ দুর্ঘটনা ঘটে।

হাসপাতাল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, সানকো বিশ্ববিদ্যালয় হাসপাতালের করোনা ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রোগীদের জন্য ব্যবহৃত অক্সিজেন থেরাপি মেশিনে আগুন লেগে এ দুর্ঘটনা ঘটে। খবর আল জাজিরার

হাসপাতাল কর্তৃপক্ষ আরো জানায়, আগুন লাগার পর নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসারত আরোও ১৪ জনকে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার পর পরই পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আগুন লাগার পর ঘটনাস্থলেই সাতজন নিহত হয়েছেন। আরেকজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান। নিহতের বয়স ৬৫ থেকে ৮৫ বছরের মধ্যে।

টুইটারে এই ঘটনায় শোক প্রকাশ করেছেন তুরস্কের প্রেসিডেন্টের মূখপাত্র ইব্রাহিম কালিন। সেই সঙ্গে তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।



আরও পড়ুন

×