পরিচয় গোপন করে হিন্দু মেয়েকে বিয়ে করায় যুবক গ্রেপ্তার

প্রতীকী ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২০ | ০৫:৪০ | আপডেট: ২০ ডিসেম্বর ২০২০ | ০৫:৫৯
সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের পরিচয় লুকিয়ে হিন্দু সম্প্রদায়ের এক মেয়ের সঙ্গে পরিচয় যুবকের, এরপর ঘনিষ্ঠতা। পরে তাকে বিয়ে করে সে। কিন্তু শেষ রক্ষা হয়নি, তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের কনৌজে। এ ঘটনায় ওই যুবকের বিরুদ্ধে সদ্য পাশ হওয়া 'লাভ জিহাদ আইনে' মামলা করেছে পুলিশ।
ভারতের সংবাদমাধ্যম জানায়, উত্তরপ্রদেশের কনৌজ জেলার মুসলিম সম্প্রদায়ের যুবক তৌফিক সোশ্যাল মিডিয়ায় রাহুল ভার্মা নামে একটি ভুয়া অ্যাকাউন্ট খুলেছিল। তারপর গুরসহায়গঞ্জ এলাকার একটি হিন্দু মেয়ের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি করে। এরপর গত ১০ ডিসেম্বর লখনউয়ে হিন্দু রীতিনীতি মেনে দু’জনের বিয়েও হয়। ওই অনুষ্ঠানে মেয়ের বাড়ির লোকজন হাজির থাকলেও ছেলের বাড়ির কেউ উপস্থিত ছিলেন না। অভিযুক্ত যুবক জানায়, পরিবারের সঙ্গে সম্পর্ক ত্যাগ করেছে সে। তাই কাউকে জানায়নি বিয়ের কথা।
এরপর ওই যুবক বিয়ের ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতেই সামনে আসে আসল ঘটনা। ওই যুবকের আত্মীয়রা জানতে চান, বিবাহ কবে হচ্ছে। আর এতেই বেধে যায় বিপত্তি। বিষয়টি জানতে পেরেই ওই যুবকের নামে স্থানীয় পুলিশ স্টেশনে লিখিত অভিযোগ করেন মেয়েটির বাবা। তার ভিত্তিতে তদন্তে নেমে অভিযুক্তকে শনিবার গ্রেপ্তার করেছে পুলিশ। জেরায় নিজের অপরাধের কথা স্বীকার করেছে আটক যুবক।
- বিষয় :
- পরিচয় গোপন
- ভারত
- বিয়ে