মোদির ওপর চাপ বাড়াতে অনশনে কৃষকরা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২০ | ০৫:০৭
নতুন কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলনরত কৃষকরা এবার সরকারের ওপর চাপ বাড়াতে অনশনে যাচ্ছেন। সোমবার তারা ২৪ ঘণ্টার এ কর্মসূচি পালন করছেন। নরেন্দ্র মোদির সরকার অবশ্য কৃষকদের এ অচলাবস্থা অবসানের লক্ষ্যে আরো আলোচনার আহ্বান জানিয়েছে।
তিন সপ্তাহের বেশি সময় ধরে নতুন কৃষি আইনের বিরুদ্ধে হাজার হাজার কৃষক রাজধানী নয়া দিল্লির উপকণ্ঠে অবস্থান নিয়েছেন। বিশেষ করে দিল্লির প্রতিবেশী রাজ্য হরিয়ানা ও উত্তর প্রদেশ থেকে আগত বিক্ষুব্ধ কৃষকরা রাজধানীতে ঢোকা এবং বের হওয়ার সব পথ বন্ধ করে রেখেছে। শাকসব্জি ও ফলমূল বহনকারী গাড়িগুলো নগরীতে ঢুকতে পারছে না। খবর রয়টার্সের
প্রতিবাদী কৃষকদের একজন নেতা যোগেন্দ্র সিং বলেছেন, আমরা ২৪ ঘণ্টার অনশনে যাচ্ছি। সরকার যে তিনটি নতুন কৃষি আইন করেছে আমরা তার বাতিল চাই।
নতুন যে কৃষি আইন করা হয়েছে, তাতে কৃষকদের কাছ থেকে সরকার ফসল না কিনে সেটা প্রাইভেট সেক্টরকে ছেড়ে দেয়া হয়েছে। কিন্তু কৃষকরা বলছে, এতে তারা বেসরকারি ক্রেতা প্রতিষ্ঠানগুলোর খামখেয়ালির শিকার হবে। সংসদে কোনোরূপ আলোচনা-সমালোচনা না করেই এই আইন পাস হয়ে গেছে।
তবে মোদি বলেছেন, নতুন আইনে কৃষকদের সুযোগ-সুবিধা আরো বৃদ্ধি পাবে। তাছাড়া এ ক্ষেত্রে বেসরকারি বিনিয়োগও উৎসাহিত হবে।
এদিকে তিন সপ্তাহেরও বেশি সময় ধরে চলমান প্রতিবাদ-বিক্ষোভের সময় খোলা আকাশের নিচে অবস্থানকারী কৃষকদের মধ্যে ৩০ জনের বেশি মারা গেছেন। কৃষক নেতারা বলেছেন, চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রচণ্ড ঠাণ্ডায় মারা গেছেন তারা। তারা সমর্থকদের প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতিমাসে রেডিওতে নিয়মিত প্রচারিত ‘মন কি বাত' অনুষ্ঠান বয়কটের আহ্বান জানিয়েছেন।
- বিষয় :
- নরেন্দ্র মোদি
- কৃষি আইন