জেরুজালেমের মন্দিরে যিশুর সময়ের আদলে নতুন টাইলস

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২০ | ০৬:৫৪
যিশু খ্রিস্ট যখন জেরুজালেমের প্রাচীন ইহুদি মন্দিরে প্রবেশ করেন, তখন যেসব পাথর কিংবা মাটির তৈরি টাইলসগুলোতে পা রাখেন, সেগুলো ছিলো বিভিন্ন জ্যামিতিক নকশায় তৈরি। তবে সেগুলে ছিলো শীতল, পুরনো এবং নাজুক অবস্থায়। প্রত্নতত্ত্ববিদরা এখন সেসব ঐতিহাসিক পাথর ও টাইলসের অনুরূপ তৈরি করার উদ্যোগ নিয়েছেন। খবর রয়টার্সের।
ঐতিহাসিক এই বিষয়গুলো দীর্ঘ গবেষণা ও পঠনের মধ্য দিয়ে বুঝতে চেয়েছেন ইসরায়েলি প্রত্নগবেষক ও রাজমিস্ত্রিরা। তারপর মন্দিরের পবিত্র মেঝেটি তৈরি করেছেন সেসব পাথর ও টাইলসের আদলে তৈরি পাথর ও টাইলসে। এর ফলে আজকের মানুষ সেসময় মন্দিরটা কেমন ছিল, সে ব্যাপারে কিছুটা হলেও অভিজ্ঞতা লাভ করতে পারবেন।
প্রত্নতত্ত্ববিদ আসাফ আব্রাহাম বলেন, সে সময়ের তৈরি পাথর ও টাইলসগুলোতে যে ধরনের নকশা এবং অন্যান্য চিহ্ন ছিলো, আমরা সেগুলো আনতে চেষ্টা করেছি। এমনকি পাথরের কোনো আচড় কিংবা অন্য ধরনের দাগ ছিলো সেগুলোও ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।
নিউ টেস্টামেন্ট অনুসারে, যীশু তীর্থযাত্রা ও অধ্যয়নের জন্য বালক বয়সে মন্দিরে যান। জন সুসমাচার তাকে ‘সলোমন মন্দিরে হাঁটা’ বলে বর্ণনা করে। মন্দিরটি তৈরি করেছিলেন রাজা হেরোদ। রোমান যুগের বৈশিষ্ট্য অনুসারে এটি ছিল বিশাল কাঠামোর। এর ধ্বংসাবশেষ থেকে টিকে থাকা টাইলসগুলোর আদলে নতুন টাইলস তৈরি করা হয়।
সে যুগের এক ইহুদি ঐতিহাসিক জোসেফাস ফ্লাভিয়াস লিখেছিলেন, মন্দিরের মেঝেতে বিভিন্ন ধরনের পাথরের বিছানো ছিলো। আর টাইলসগুলো ছিলো বিভিন্ন রং আর আকৃতির। কারিগরদের একজন অভি তাভিসাল বলেন, এ কাজগুলো খুব কঠিন। আমাদের সাত মাসের মতো সময় লেগেছে। তিনি বলেন, তবে কাজটা আমরা উপভোগ করেছি। মনপ্রাণ ঢেলে কাজ করেছি। আশা করি এটা এমন কিছু হবে, যা দেখে মানুষ অনুভব করতে চাইবে, ২ হাজার বছর আগে এটি কেমন ছিল।
- বিষয় :
- জেরুজালেম
- যিশু খ্রিস্ট
- ইহুদি মন্দির
- টাইলস