ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

লকডাউনের প্রভাবে ফিলিপাইনে জন্ম নেবে ২ লাখের বেশি শিশু

লকডাউনের প্রভাবে ফিলিপাইনে জন্ম নেবে ২ লাখের বেশি শিশু

প্রতীকী ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২০ | ০৫:০৩

করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে পৃথিবীজুড়ে; বাড়ছে মৃত্যুর সংখ্যাও। পরিস্থিতি নিয়ন্ত্রণে লকডাউনে রয়েছে অনেক দেশ। তবে দীর্ঘসময় ধরে লকডাউন কার্যকর থাকার এই প্রভাব পড়েছে কোনো কোনো দেশের জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে। এমন একটি দেশ ফিলিপাইন; যেখানে হঠাৎ করেই বাড়ছে শিশু জন্মহার।

লকডাউনের কারণে জন্মনিয়ন্ত্রণ পরিকল্পনা ব্যর্থ হয়েছে দেশটিতে। এ কারণে আগামী বছরে সেখানে জন্ম নেবে অতিরিক্ত দুই লাখ ১৪ হাজার শিশু। বিবিসি বলছে, লকডাউনে ফিলিপাইনের লাখ লাখ নারী জন্মনিয়ন্ত্রণ পরিকল্পনা মানতে পারেননি। স্বামী-স্ত্রীর পরিকল্পনা ব্যর্থ হয়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন নারীরা।

ইউনিভার্সিটি অব দ্য ফিলিপাইন পপুলেশন ইনস্টিটিউট ও ইউনাইটেড নেশনস পপুলেশন ফান্ডের যৌথ এক সমীক্ষায় অতিরিক্ত ওইসব শিশু জন্মের তথ্য মিলেছে। সমীক্ষার তথ্যানুযায়ী, ফিলিপাইনে সাধারণত প্রতিবছর যে পরিমাণ শিশু জন্ম নেয় ২০২১ সালে লকডাউনের প্রভাবে তার চেয়ে দুই লাখ ১৪ শিশু বেশি জন্ম নেবে।  

এরই মধ্যে শিশু জন্মদানের জন্য ফিলিপাইনের হাসপাতালে ভর্তি হয়েছেন অনেক নারী। কর্তৃপক্ষ এ উপলক্ষে নানা ধরনের পরিকল্পনাও গ্রহণ করেছে। তবে করোনার কারণে বেগ পেতে হচ্ছে তাদের।



আরও পড়ুন

×