করোনা প্রতিরোধে মাস্কই একমাত্র উপায় নয়

ছবি: এনডিটিভি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২০ | ০৬:৫১ | আপডেট: ২৩ ডিসেম্বর ২০২০ | ০৬:৫৫
মাস্ক অবশ্যই আপনাকে করোনা সংক্রমণ থেকে বাঁচতে সাহায্য করবে। তবে করোনা প্রতিরোধে সেটাই একমাত্র উপায় নয়। তার সঙ্গে সামাজিক দূরত্ব বিধি মেনে চলাটাও জরুরি।
মাস্ক পরা অবস্থায় কারো শরীরের খুব কাছাকাছি গেলে সে লোক যদি করোনা পজিটিভ হয়, তাহলে আপনিও আক্রান্ত হতে পারেন।
যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো স্টেট ইউনিভার্সিটির অ্যাসোসিয়েট প্রফেসর কৃষ্ণ কোটা এভাবে সতর্কতা উচ্চারণ করেছেন। খবর এনডিটিভির।
এই সংক্রান্ত নতুন গবেষণা পত্রটি প্রকাশিত হয়েছে ফিজিক্স অব ফ্লুইডস সাময়িকীতে। এই বিষয়ক এক পরীক্ষার ফলাফলে বলা হয়েছে, আমরা যখন হাঁচি কিংবা কাশি দিই, তখন পাঁচটি বিভিন্ন ধরণের মাস্কের উপকরণগুলো সার্স-কোভিড-২ ভাইরাস বহনকারী ফোঁটাগুলোর সংক্রমণকে প্রতিহত করে। গবেষকরা দেখেছেন, পরীক্ষিত সমস্ত উপাদান নাটকীয়ভাবে সংক্রমণিত ফোঁটার সংখ্যা হ্রাস করেছে। তবু শারীরিক দূরত্ব ছয় ফুটের কম হলে ভাইরাসজনিত অসুস্থতার সম্ভাবনা কিছুটা হলেও থেকে যায়।
নিউ মেক্সিকো স্টেট ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক কৃষ্ণ কোটা বলেন, মাস্ক অবশ্যই আপনাকে করোনা প্রতিরোধে সহায়তা করবে। তবে একে অন্যের খুব বেশি কাছাকাছি হলে সে প্রতিরোধ না টিকতে পারে। সুতরাং কেবল মাস্কই আমাদের সংক্রমণ থেকে বাঁচাবে, এমনটা আশা করা ঠিক নয়।
পাঁচ ধরনের মাস্ক প্রচুর বায়ুবাহিত ফোঁটা প্রতিরোধ করে। কাপড়ের তৈরি মাস্কের মধ্য দিয়ে ৩.৬ শতাংশ ফোঁটা যেতে পারে। এন-৯৫ ধরনের মাস্ক প্রায় শতাংশ ফোঁটাই আটকে দিতে পারে।
গবেষকরা দেখেছেন, ছয়ফুটের কম দূরত্বে সামান্য কয়েকটি ফোঁটাই কাউকে সংক্রমিত করার জন্য যথেষ্ট। বিশেষ করে কোভিড ১৯ এর সংক্রমিত ব্যক্তির কফ-কাশির ফোঁটা। গবেষক কোটা বলেছেন, অন্তত দুই ব্যক্তির মুখোমুখি দূরত্বটা যেন কম পক্ষে ৬ ফুটের মতো হয়।
- বিষয় :
- করোনাভাইরাস
- মাস্ক
- সামাজিক দূরত্ব