ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

কাশ্মীরে স্থানীয় নির্বাচনের পর ৭৫ জনকে আটক

কাশ্মীরে স্থানীয় নির্বাচনের পর ৭৫ জনকে আটক

ছবি: এএফপি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২০ | ০৫:৫৮

কাশ্মীরে স্থানীয় নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সেখানকার স্থানীয় বড় দলগুলোর জোট গুপকার অ্যালায়েন্স প্রত্যাশিতভাবেই বেশি আসন পেয়েছে। অবশ্য একক দল হিসেবে জম্মুর হিন্দুঅধ্যুষিত এলাকাগুলোর ভোটে বিজেপিও পেয়েছে উল্লেখযোগ্য আসন। তবে নির্বাচন শান্তিপূর্ণভাবে হয়ে গেলেও নির্বাচনের পর এখন ধরপাকড় শরু হয়েছে। এ পর্যন্ত আটক করা হয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলোর ৭৫ জন নেতা-কর্মীকে।

গত বছর নরেন্দ্র মোদির সরকার কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের পর এই প্রথম অনুষ্ঠিত হয় স্থানীয় ডিস্ট্রিক্ট কাউন্সিল নির্বাচন। খবর আরব নিউজের।

নাম ও পদবী না জানানোর শর্তে একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, নতুন যাদের আটক করা হয়েছে, তারা বেশিরভাগই বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর সদস্য। এদের মধ্যে নিষিদ্ধঘোষিত জামাত-ই-ইসলামির সদস্যও রয়েছে।

গুপকার অ্যালায়েন্সের অন্যতম সদস্য দল ন্যাশনাল কনফারেন্সের মুখপাত্র ইমরান নবি দার বলেন, এসব ধরপাকড় হলো জনগণের নির্বাচনী মতামতকে অশ্রদ্ধা করা।

নির্বাচনে গুপকার অ্যালায়েন্সের বিজয় থেকে এটা স্পষ্ট বোঝা যায় যে, কাশ্মীরি জনগণ তাদের বিশেষ মর্যাদা কেড়ে নেয়ার ব্যাপারে মোদির সিদ্ধান্তকে মেনে নেয়নি। ন্যাশনাল কনফারেন্সের প্রধান এবং রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বলেন, হেরে গিয়ে সরকার অস্বাভাবিক আচরণ করছে।

গত বছর বিশেষ মর্যাদা কেড়ে নেয়ার পর কাশ্মীরে এক অবরুদ্ধ পরিবেশ তৈরি করেছিল ভারতের কেন্দ্রীয় সরকার। রাজ্যটিতে হাজার হাজার বিশেষ সেনা মোতায়েন করা হয়েছিল এবং স্থানীয়ভাবে ইন্টারনেট ও মোবাইল যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়েছিল। তার ওপর আটক করা হয়েছিল প্রধান নেতা ওমর আবদুল্লাহ, মেহবুবা মুফতিদের।

চলতি বছর তারা মুক্তি পান। এরপর সবগুলো দল জোটবদ্ধ হয়ে তাদের রাজ্যের বিশেষ মর্যাদা ফিরিয়ে আনার ব্যাপারে শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাওয়ার কথা ঘোষণা করেন।

আরও পড়ুন

×