ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ডেটিং অ্যাপে পরিচয়, পরদিন ধর্ষণের শিকার বিমানবালা

ডেটিং অ্যাপে পরিচয়, পরদিন ধর্ষণের শিকার বিমানবালা

প্রতীকী ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২০ | ০৭:১০ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০২০ | ০৭:১৭

ভারতের একটি ডেটিং অ্যাপে এক যুবকের সঙ্গে পরিচয় হয়ে এক বিমানবালার। মাত্র একদিনের পরিচয়ে সরল বিশ্বাসে ওই যুবকের সঙ্গে দেখা করতে রাজি হন ওই তরুণী। কিন্তু দেখা করাটায় যে কাল হবে তার তা বুঝতে পারেনি সে।

তাকে জোর করে মদ খাইয়ে বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করেন ওই যুবক। ধর্ষণের শিকার তরুণীর লিখিত অভিযোগের ভিত্তিতে অভিজিত্‍‌ বাঘকে (২৬) নামের ওই যুবককে গ্রেপ্তার করে পুনের পিম্পরি চিংচবড় থানার পুলিশ। খবর আজকালের

জানা যায়, এয়ার হোস্টেস তরুণীটি ওয়াকড়ে পেয়িং গেস্ট হিসেবে থাকেন। গত ২৫ ডিসেম্বর জনপ্রিয় ডেটিং অ্যাপ টিন্ডারের মাধ্যমে দু’জনের যোগাযোগ হয়। তারপরদিন দেখা। তরুণী জানান, তাকে জোর করে মদ্যপান করান যুবকটি। এরপর জোর করেই বাইকে বসিয়ে নিজের বাড়ি নিয়ে যান। এরপর বাড়ি নিয়ে এসে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেন যুবকটি। বাধা দিতে গেলে মারধর করেন তিনি। একপর্যায়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ তরুণীটির। 

এ ঘটনায় ওই যুবককে এদিন আদালতে পেশ করা হলে, ২ জানুয়ারি পর্যন্ত তাকে পুলিশি হেফাজতে পাঠানো হয়।

আরও পড়ুন

×