ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

পানি বিক্রি করে এশিয়ার শীর্ষ ধনী শানশান

পানি বিক্রি করে এশিয়ার শীর্ষ ধনী শানশান

ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২০ | ০৬:১৮ | আপডেট: ৩১ ডিসেম্বর ২০২০ | ০৬:৫২

ভারতের রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানিকে সরিয়ে এশিয়ার শীর্ষ ধনী হিসেবে নাম লেখালেন টিকা প্রস্তুতকারী ফার্ম ও বোতলজাত পানির ব্যবসায়ী ঝং শানশান। 

ঝং শানশানের মোট সম্পদের পরিমাণ এখন ৭ হাজার ৭৮০ কোটি মার্কিন ডলার। ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্স অনুযায়ী, ঝং এখন বিশ্বের ১১তম শীর্ষ ধনী। খবর বিবিসির

শানশান তার কর্মজীবনে সাংবাদিকতা, মাশরুমের চাষ এবং স্বাস্থ্যসেবা খাতে কাজ করেছেন। গত এপ্রিলে তিনি বেইজিং ওয়ানটাই বায়োলজিক্যাল নামের একটি ভ্যাকসিন প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে চীনা স্টক মার্কেটে শেয়ার বাজারের তালিকায় নিয়ে আসেন। তিন মাস পর হংকংয়ের শেয়ার বাজারে আনেন নিজের বোতলজাত পানির প্রতিষ্ঠান নোংফু স্প্রিংকে।    

৬৬ বছর বয়সী ঝং শানশান সেপ্টেম্বরে জ্যাক মাকে সরিয়ে চীনের শীর্ষ ধনীর অবস্থান নেন। এবার মুকেশ আম্বানিকে সরিয়ে এশিয়ার শীর্ষ ধনী হলেন।

আরও পড়ুন

×