ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

আরও কঠোর আন্দোলনের হুমকি ভারতের কৃষকদের

আরও কঠোর আন্দোলনের হুমকি ভারতের কৃষকদের

ফাইল ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২১ | ০৭:৫০ | আপডেট: ০২ জানুয়ারি ২০২১ | ০৮:৪৮

মাসখানেক ধরে চলা আন্দোলনে এখনও ইতিবাচক সাড়া পাননি ভারতের কৃষকরা। দফায় দফায় আলোচনায় বসেও সরকারের কাছ থেকে কৃষি আইনের পক্ষে সাফাই আর আশ্বাসই পেয়েছেন। কিন্তু মূল তিন দাবির একটিও মেনে নেওয়া হয়নি। তাই সোমবারের মধ্যে (৪ জানুয়ারি) কেন্দ্রীয় সরকার কৃষকদের দাবি দাওয়ার ব্যাপারে সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে না পারলে আন্দোলনের মাত্রা আরও বাড়বে বলে হুমকি দিয়েছেন কৃষক নেতারা।

শুক্রবার সিঙ্ঘু সীমান্তে বৈঠক করার পর তারা জানিয়েছেন, ওই দিনের মধ্যে সরকার তাদের দাবি না মানলে তারা দৃঢ় পদক্ষেপ নিতে বাধ্য হবেন। খবর কলকাতা ২৪-এর।

এর আগে গত ৩০ ডিসেম্বর কৃষকদের সঙ্গে সর্বশেষ বৈঠক হয় কেন্দ্রীয় সরকারের। ওই দিন বিদ্যুৎ বিল প্রত্যাহার এবং বায়ুদূষণ আইনের আওতা থেকে কৃষকদের বাদ দেওয়ার কথা মেনে নেওয়া হয়েছিল। এ সময় কেন্দ্র কৃষকদের কাছ থেকে কিছু বিকল্প প্রস্তাবও চেয়েছিল। কিন্তু কৃষক নেতারা জানিয়েছেন, সরকার তাদের মূল তিনটি দাবি মেনে নিলে তারা বিকল্প প্রস্তাব দিতে পারেন। তবে সকরার কৃষকদের দাবি মানার ব্যাপারে ইতিবাচক কোনো কথা বলেনি।

একমাস ধরে চলা আন্দোলনে কৃষকদের প্রাণহানিও ঘটেছে। শনিবার একজন কৃষক আত্মহত্যা করেছেন। শুক্রবার ঠান্ডা সইতে না পেরে মারা গেছেন একজন। মৃত্যু সংখ্যা এ পর্যন্ত ২২। এ পরিস্থিতিতে কৃষকদের মনোভাব সরকারের বিরুদ্ধে আরও তিক্ত হয়ে উঠেছে। শুক্রবার মাঝরাতে তারা আন্দোলনের মাত্রা আরও বাড়ানোর ব্যাপারে শপথ নিয়েছেন।

কৃষক নেতারা বলেছেন, ৪ জানুয়ারি কোনো ফয়সালা না হলে হরিয়ানা রাজস্থান সীমান্তে অবস্থান নেওয়া হাজার হাজার কৃষক দিল্লির দিকে এগিয়ে আসবেন। ৬ জানুয়ারি ট্রাক্টর মিছিল হবে। বন্ধ করে দেওয়া হবে দিল্লি থেকে বের হওয়ার সব জাতীয় সড়ক।

আরও পড়ুন

×