তিব্বতে চীনের বিমান মহড়া

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২১ | ০৪:০৮
তিব্বতে বেইজিংয়ের বিরুদ্ধে ক্রমবর্ধমান ক্ষোভের মধ্যেই লাসা অঞ্চলজুড়ে সামরিক বিমান মহড়া চালিয়েছে চীন। জি নিউজের এক খবরে বলা হয়েছে, তিব্বতের রাজধানীর লাসার উপর দিয়ে চীনের অনেকগুলো হেলিকপ্টার ও সামরিক বিমান উড়তে দেখা গেছে।
জি মিডিয়ার এক্সক্লুসিভ ছবিগুলোতে পরিষ্কারভাবে দেখা যায় যে, চীনা সেনাবাহিনী যৌথ সামরিক মহড়া চালিয়েছে, যেখানে লাসার উপর দিয়ে কয়েক ডজন চীনা সামরিক হেলিকপ্টার এবং যুদ্ধবিমান বিমান উড়ে যাচ্ছে।
ভারতীয় এক পত্রিকায় খবরে বলা হয়েছে, বিশেষজ্ঞের মতে, বিশ্বের বিভিন্ন দেশ যেভাবে চীনের বিরুদ্ধে সোচ্চার, তাতে বেইজিং বিরক্ত। দেশটির তিব্বতকে হারানোর ভয় কাজ করে, তাই তারা ৬০ বছরেরও বেশি সময় ধরে তিব্বতকে শক্তহাতে শাসন করেছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক একটি গ্রুপ গত বছর দাবি করেছে, তিব্বতের শ্রমিকদের পশ্চিম জিনজিয়াং অঞ্চলে চীনা সরকার নির্মিত এবং বছরের পর বছর ধরে চালিত মিলিটারি স্টাইলের প্রশিক্ষণ শিবিরে যোগ দিতে বাধ্য করা হয়।
যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা ও বিশ্লেষণ দল দ্য জ্যামস্টাউন ফাউন্ডেশনে প্রকাশিত নিবন্ধে গবেষক অ্যাড্রিয়ান জেনজ বলেছেন, '২০১৯ এবং ২০২০ সালে তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চল (টিএআর) এর অন্য অংশগুলোতে এবং চীন প্রজাতন্ত্রের অন্যান্য প্রদেশে (পিআরসি) নিয়ন্ত্রিত, কেন্দ্রিয় ও বৃহৎ আকারের প্রশিক্ষণ এবং 'পল্লী উদ্বৃত্ত মজুরদের' স্থানান্তরের জন্য নতুন নীতি চালু করে। ২০২০ সালের প্রথম সাত মাসে এই নীতিমালার মাধ্যমে অঞ্চলটিতে ৫ লাখ গ্রামীণ উদ্বৃত্ত শ্রমিককে প্রশিক্ষণ দেওয়া হয়।
- বিষয় :
- চীন
- তিব্বত
- বিমান মহড়া