ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ইন্দোনেশিয়ায় বিধ্বস্ত উড়োজাহাজের ধ্বংসাবশেষ উদ্ধার

ইন্দোনেশিয়ায় বিধ্বস্ত উড়োজাহাজের ধ্বংসাবশেষ উদ্ধার

ইন্দোনেশিয়া নৌবাহিনীর সদস্যরা বিধ্বস্ত উড়োজাহাজের ধ্বংসাবশেষ উদ্ধার করছেন-আল জাজিরা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২১ | ২৩:০৩ | আপডেট: ১০ জানুয়ারি ২০২১ | ০০:০৫

ইন্দোনেশিয়ায় বিধ্বস্ত উড়োজাহাজের ধ্বংসাবশেষ রোববার সকালে উদ্ধার করা হয়েছে। 

কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধারকারীরা সকালে জাভা সমুদ্র থেকে দেহাবশেষ, পোশাকের টুকরো এবং ধাতব যন্ত্রাংশ উদ্ধার করেছে। খবর আল জাজিরার

শ্রীবিজয়া এয়ারের উড়োজাহাজটির মডেল বোয়িং ৭৩৭-৫০০। স্থানীয় সময় শনিবার বিকেলে এটি জাকার্তা থেকে ওয়েস্ট কালিমান্তান প্রদেশের রাজধানী পনতিয়ানাকে যাচ্ছিল। বিমানবন্দর থেকে উড়ানের চার মিনিট পর এটি রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ৬২ জন আরোহী নিয়ে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। 

উড়োজাহাজ বিধ্বস্তের কোনো কারণ জানানো হয়নি। কর্তৃপক্ষ তল্লাশি ও উদ্ধার অভিযান চালাচ্ছে। তবে কোনো যাত্রী বেঁচে আছেন বলে তারা আশা করছেন না।

ইন্দোনেশিয়ার পরিবহন মন্ত্রী বুদি করিয়া সুমাদি বলেছেন, জাকার্তা বিমানবন্দর থেকে ২০ কিলোমিটার দূরে সাগরের লাকি দ্বীপে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার সম্ভাব্য জায়গা চিহ্নিত হওয়ার পরে ব্যাপক উদ্ধারকাজ শুরু হয়েছে। উদ্ধারকারী দল দ্বীপটিতে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। আরোহীদের কেউ জীবিত আছে কিনা তা অনুসন্ধান করা হচ্ছে।

জাতীয় অনুসন্ধান ও উদ্ধারকারী সংস্থার প্রধান বাগস পুুরুহিতো এক বিবৃতিতে জানিয়েছেন, ল্যাঙ্কাং দ্বীপ এবং লাকি দ্বীপের মধ্যবর্তী জায়গা থেকে ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে।

ইন্দোনেশিয়ার পরিবহন মন্ত্রণালয়ের মুখপাত্র আদিতা ইরাবতী জানান, বোয়িং ৭৩৭-৫০০ উড়োজাহাজটি জাকার্তা থেকে স্থানীয় সময় দুপুর ১টা ৫৬ মিনিটে যাত্রা করে। পরে ২টা ৪০ মিনিটের দিকে নিয়ন্ত্রণ টাওয়ারের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলে।

এক বিবৃতিতে ইরাবতী বলেন, বর্তমানে জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা এবং জাতীয় পরিবহন সুরক্ষা কমিটির সমন্বয়ে নিখোঁজ উড়োজাহাজটির অনুসন্ধান করা হচ্ছে।

উড়োজাহাজ সংস্থাটির এক বিবৃতিতে বলা হয়েছে, উড়োজাহাজটির ইন্দোনেশিয়ার জাকার্তা থেকে বোর্নিও দ্বীপে পশ্চিম কালিমন্থান প্রদেশের রাজধানী পন্টিয়ানাকের উদ্দেশে আনুমানিক ৯০ মিনিটের ফ্লাইট ছিল। উড়োজাহাজটিতে ৫৬ যাত্রী এবং ছয়জন ক্রু ছিলেন।

আরও পড়ুন

×