হুতিদের ‘সন্ত্রাসী’ ঘোষণা করবে যুক্তরাষ্ট্র

ছবি: আল জাজিরা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ জানুয়ারি ২০২১ | ০৯:২৫
ইয়েমেনে সরকারের বিরুদ্ধে যুদ্ধরত বিদ্রোহী হুতিদের সন্ত্রাসীর তালিকাভুক্ত করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও রোববার এ কথা জানান। ট্রাম্পের বিদায় হওয়ার মাত্র দিন দশেক আগেই এ ঘোষণা আসল। পর্যবেক্ষকদের ধারণা, ট্রাম্প প্রশাসনের এ পদক্ষেপ যুদ্ধবিধ্বস্ত দেশটিকে আরো বিপর্যয়ের মধ্যে ফেলে দেবে। খবর আল জাজিরার।
পর্যবেক্ষকদের মতে, ইরানের সঙ্গে ট্রাম্প প্রশাসনের সম্পর্ক তিক্ত। হুতিদের বিষয়ে এধরনের পদক্ষেপ ইরান অবশ্যই ভালভাবে নেবে না। যুক্তরাষ্ট্রের আসন্ন নতুন প্রশাসনকে ইরানের সঙ্গে সম্পর্ক পুনর্নির্মাণে ট্রাম্পের এই ঘোষণা অবিশ্বাস ও প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। ওদিকে সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের বর্তমান সম্পর্ককেও সঙ্কটে ফেলে দিতে পারে। মোট কথা হলো, দুই পক্ষের কাউকে না চটিয়ে হুতিদের বিষয়ে চিন্তা-ভাবনা করে পা ফেলতে হবে বাইডেন প্রশাসনকে।
‘হুতি মুভমেন্ট’ নামে আখ্যায়িত করে চলমান পদক্ষেপ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এক বিবৃতিতে বলেন, নানা কারণে হুতিদের সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে ডাকার সময় এসেছে। সন্ত্রাসী আনসার আল্লাহর সঙ্গে তাদের যোগাযোগ থাকা, সীমান্তের নানা দিক থেকে বেসামরিক নাগরিকদের ওপর হামলা ও অবকাঠামোগত ক্ষতি সাধন করে চলেছে তারা। একটা অপশক্তির নির্দেশে কাজ করছে তারা। হাজার হাজার মানুষ মারছে । ইয়েমেনে শান্তির পরিবেশ আনার ব্যাপারে সব চেয়ে বড় বাধা তারাই।
গত ৩০ ডিসেম্বর ইয়েমেনের এডেন বিমান বন্দরে এক হামলায় ২৬ জন নিহত হয়। সৌদি সমর্থিত ইয়েমেন সরকার ওই হামলার জন্য হুতিদের দায়ী করে। পম্পেও তার বিবৃতিতে ওই ঘটনার কথা উল্লেখ করেন।
বিদ্রোহী হুতিরা ইয়েমেনের অর্ধেকের চেয়ে বেশি অংশ নিয়ন্ত্রণ করছে। হুতিদের নিয়ন্ত্রণাধীন এলাকাগুলোয় যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে।