হঠাৎ পদত্যাগ ট্রাম্পের হোমল্যান্ড সিকিউরিটি প্রধানের

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ জানুয়ারি ২০২১ | ০৮:৪০
ক্যাপিটল হিলে হামলার পর ট্রাম্প সমর্থকরা আরো হামলা চালাতে পারে, গোয়েন্দাদের এমন আশঙ্কার মধ্যেই পদত্যাগ করেছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের ভারপ্রাপ্ত প্রধান চাদ ওলফ।
নিজের পদে থাকার কথা জানানোর এক সপ্তাহেরও কম সময় পরে এবং নতুন প্রেসিডেন্ট হিসেবে বাইডেনের শপথ গ্রহণের ১০ দিন আগে পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন তিনি। খবর আল জাজিরার।
সোমবার আচমকা পদত্যাগের কথা ঘোষণার কারণ হিসেবে ওলফ তার দায়িত্ব পালনের আইনি বৈধতার কথা উল্লেখ করেন। তবে এই বৈধতার প্রশ্নটা কয়েক মাস আগেই উঠেছিল। তখন অবশ্য ওলফ এ বিষয়ে চুপ করেছিলেন।
হাউস হোমল্যান্ড সিকিউরিটি কমিটির প্রতিনিধি বেনি থম্পসন বলেন, কয়েক মাস আগে থেকেই তার পদে থাকার বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছিল। কিন্তু তখন তিনি তাতে কান দেননি। কিন্তু এখন হুট করে পদ ছাড়ার এ ঘোষণাটাও আবার প্রশ্নবিদ্ধ মনে হচ্ছে।
থম্পসন বলেন, তিনি এমন এক সময়ে পদত্যাগ করেছেন, যখন জাতীয় সঙ্কট চলছে এবং এমন আশঙ্কা করা হচ্ছে যে, ক্যাপিটল হিলে হামলার মতো আরো হামলা হতে পারে।
ওলফ ২০১৯ সালের নভেম্বর থেকে দায়িত্ব পালন করছেন। তবে তার দায়িত্ব পালনে সিনেটের অনুমোদন নেয়া হয়নি। কিন্তু সাম্প্রতিক সময়ে নানা ব্যাপারে আদালতের রায় কার্যকর হওয়ায় তিনি আগে ভাগে পদ ছাড়ছেন বলে মনে হচ্ছে।