ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

আইনপ্রণেতাদের সঙ্গে দ্বন্দ্ব, কুয়েতে মন্ত্রিসভার পদত্যাগ

আইনপ্রণেতাদের সঙ্গে দ্বন্দ্ব, কুয়েতে মন্ত্রিসভার পদত্যাগ

ফাইল ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২১ | ০৭:৫৯ | আপডেট: ১৩ জানুয়ারি ২০২১ | ০৮:০৮

আইনপ্রণেতাদের সঙ্গে দ্বন্দ্বের জেরে পদত্যাগ করেছেন কুয়েতের মন্ত্রিপরিষদের সদস্যরা। দেশটির প্রধানমন্ত্রী শেখ সাবাহ আল-খালিদ আল-সাবাহর কাছে মঙ্গলবার পদত্যাগপত্র জমা দিয়েছেন তারা। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস-এর।

মাত্র এক মাস আগে কুয়েতে নতুন সরকার গঠিত হয়েছে। এরই মধ্যে মন্ত্রিসভার পুনর্গঠনসহ বেশ কিছু বিষয়ে প্রধানমন্ত্রীকে প্রশ্নের সম্মুখীন করার উদ্যোগ নিয়েছিলেন কুয়েতের আইনপ্রণেতারা। তারই জেরে মঙ্গলবার মন্ত্রিসভার সদস্যদের পদত্যাগের এ ঘটনা ঘটল।

মন্ত্রিসভার পদত্যাগের এরকম ঘটনা  অবশ্য কুয়েতে এর আগেও ঘটেছে। তবে বর্তমান মন্ত্রিসভার পদত্যাগ কুয়েতের আমিরের সামনে প্রথম রাজনৈতিক চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। কারণ গত কয়েক দশকের মধ্যে কুয়েত এখন সবচেয়ে বড় অর্থনৈতিক সঙ্কটের মুখে পড়েছে। 

মন্ত্রিপরিষদের পদত্যাগ অনুমোদনের জন্য বুধবার প্রধানমন্ত্রী শেখ সাবাহ আমির শেখ নাওয়াফ আল-আহমেদ আল সাবাহর কাছে জমা দিয়েছেন। সরকারি যোগাযোগ কার্যালয় থেকে বলা হয়েছে, জাতীয় পরিষদ ও সরকারের সম্পর্কোন্নয়ন ও জাতীয় স্বার্থের কথা চিন্তা করে এসব পদত্যাগপত্র জমা দেয়া হয়েছে।

গত ৫ জানুয়ারি প্রধানমন্ত্রী সাবাহকে প্রশ্ন করার উদ্যোগ নেন তিনজন সংসদ সদস্য। পরে তাদের সঙ্গে যোগ দেন আরো ৩০ আইনপ্রণেতা। এরই জেরে আইনপ্রণেতা এবং মন্ত্রিসভার মধ্যে টানাপোড়েন সৃষ্টি হয়। প্রতিবাদে মন্ত্রিপরিষদের সদস্যরা পদত্যাগ করেন।

উপসাগরীয় দেশগুলোর মধ্যে একমাত্র কুয়েতেই কিছুটা গণতন্ত্র চালু রয়েছে। তবে দেশটির সর্বময় ক্ষমতা আমিরদের হাতেই।

আরও পড়ুন

×