ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

আঙ্কটাড মহাসচিবের পদত্যাগের ঘোষণা

আঙ্কটাড মহাসচিবের পদত্যাগের ঘোষণা

মুখিসা কিটুউই

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২১ | ০৭:২০ | আপডেট: ১৯ জানুয়ারি ২০২১ | ০৭:২৬

জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থার ইউনাইটেড ন্যাশনস কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট (আঙ্কটাড) মহাসচিব মুখিসা কিটুউই জানিয়েছিলেন, তিনি আগামী ১৫ ফেব্রুয়ারি তার দায়িত্ব থেকে পদত্যাগ করবেন। 

জাতিসংঘ মহাসচিবের কাছে এ পদত্যাগের কথা জানিয়েছেন তিনি। এ সময় জাতিসংঘ মহাসচিব কিটুউইর দায়িত্ব পালনের জন্য কৃতজ্ঞতা জানান এবং জাতিসংঘের একজন আন্তর্জাতিক বেসামরিক কর্মচারী হিসেবে অবশিষ্ট সময়ের মধ্যে তাকে অর্পিত কাজগুলো শেষ করবেন বলে আশা প্রকাশ করেন। আঙ্কটাডের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মুখিসা কিটুউইর আমলে আঙ্কটাড বাণিজ্য, বিনিয়োগ, অর্থ ও প্রযুক্তি সম্পর্কিত কাজগুলোতে উন্নতি করেছে। এছাড়া উন্নয়নশীল দেশগুলোর বিশেষত দরিদ্রতম ও সবচেয়ে দুর্বল দেশগুলোর বড় চ্যালেঞ্জগুলো মোকাবিলায়ও কাজ করেছে।

আঙ্কটাডের উপ-মহাসচিব বেলজিয়ামের ইসাবেল ডুরান্টকে প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেওয়া হচ্ছে। সদস্য দেশগুলোর সঙ্গে পরামর্শক্রমে কিটুইয়ের উত্তরসূরি নিয়োগ দেওয়ার আগ পর্যন্ত এ দায়িত্ব পালন করবেন ইসাবেলা। 

আরও পড়ুন

×