আস্থা বাড়াতে করোনার টিকা নিতে পারেন মোদি

ফাইল ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২১ | ০৫:৫৩ | আপডেট: ২১ জানুয়ারি ২০২১ | ০৬:৩৮
ভারতজুড়ে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে গত ১৬ জানুয়ারি। এর মধ্যেই দ্বিতীয় দফায় কারা টিকা পাবেন এ নিয়ে গাইডলাইন চূড়ান্ত করার কাজ হাতে নিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সরকারের শীর্ষ সূত্রের বরাত দিয়ে ভারতের সংবাদমাধ্যম জানায়, দ্বিতীয় দফায় কেভিড টিকা নিতে পারেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ ছাড়া রাজ্যের মুখ্যমন্ত্রীরাও দ্বিতীয় দফায় কোভিড ভ্যাকসিন নিতে পারেন।
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, প্রথম দফায় স্বাস্থ্যকর্মীসহ সকল কোভিডযোদ্ধা টিকা পাবেন। দ্বিতীয় দফায় ৫০ বছরের বেশি বয়সিদের টিকা পাওয়ার কথা।
সরকারি সূত্রে দ্বিতীয় দফায় টিকা নিতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টিকা দেওয়া হতে পারে মুখ্যমন্ত্রীদেরও। যদিও প্রধানমন্ত্রী-সহ সব মুখ্যমন্ত্রীদের বয়স ৫০-এর বেশি। ফলে সরকারি নিয়ম অনুযায়ীও দ্বিতীয় দফায় টিকা পাওয়ার যোগ্য তারা সকলে। যদিও এ ব্যাপারে চূড়ান্ত কোনো নির্দেশিকা ঘোষণা হয়নি।
প্রথমে রাজনীতিবিদদের কোভিড টিকা দেওয়ার দাবি তুলেছিল সাধারণ জনগণ। বিরোধীরাও দাবি জানিয়েছিলেন, কোভিড ভ্যাকসিন নিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে মোদি জানিয়েছিলেন, এখনই করোনা টিকা পাবেন না রাজনীতিবিদরা। তাই প্রথম দফায় নয়, দ্বিতীয় দফায় কোভিড ভ্যাকসিন নিতে পারেন প্রধানমন্ত্রী।
কোভিড টিকার ওপর আস্থা নেই অনেকেরই। এ কারণে টিকাকরণের জন্য নাম লেখাচ্ছেন না তারা। তাদের মন থেকে সেই টানাপোড়েন দূর করতেই কি প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীদের টিকা দেওয়ার পথে হাঁটছে কেন্দ্র? উঠছে সেই প্রশ্নও।
- বিষয় :
- ভারত
- কোভিড ভ্যাকসিন
- নরেন্দ্র মোদি