ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

মুম্বাই হামলার 'পরিকল্পনাকারী' হাফিজ সাঈদের ৩ সহযোগীর কারাদণ্ড

মুম্বাই হামলার 'পরিকল্পনাকারী' হাফিজ সাঈদের ৩ সহযোগীর কারাদণ্ড

হাফিজ সাঈদ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২১ | ০১:৩৯

মুম্বাই হামলার 'মূল পরিকল্পনাকারী' ও জামায়াত–উদ-দাওয়াহ নামের সন্ত্রাসী সংগঠনের প্রধান পাকিস্তানি জঙ্গিনেতা হাফিজ সাঈদের তিন সহযোগীকে কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। 

শুক্রবার সন্ত্রাসে অর্থায়ন মামলায় তাদের ছয়মাস করে কারদণ্ড দেন দেশটির সন্ত্রাসবিরোধী আদালত। 

দণ্ডপ্রাপ্তরা হলেন- হাফিজ সাঈদের ভগ্নিপতি হাফিজ আবদুর রেহমান মক্কি, সংগঠনের মুখপাত্র ইয়াহিয়া মুজাহিদ ও জাফর ইকবাল। খবর এনডিটিভির।

শুক্রবারের ওই দণ্ডের ফলে এখন মুজাহিদ ও ইকবালের সর্বোচ্চ কারাদণ্ড হলো যথাক্রমে সর্বমোট ৮০ ও ৫৬ বছর। পাঞ্জাব সরকারের সন্ত্রাস দমন বিভাগের (সিডিটি) দায়েরকৃত অন্য মামলাগুলোর রায়ের সঙ্গে এই রায়ও কার্যকর হবে।

আদালতের তরফ থেকে বলা হয়েছে, ২০১৯ সালের এফআইআর নং ৩২-এর মূলে জাফর ইকবাল, ইয়াহিয়া মুজাহিদ ও হাফিজ আবদুর রেহমান মক্কির বিরুদ্ধে এই রায় দেওয়া হয়েছে।

আরও পড়ুন

×