ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

করোনাভাইরাসের নতুন ধরনটি কেন বেশি প্রাণঘাতী

করোনাভাইরাসের নতুন ধরনটি কেন বেশি প্রাণঘাতী

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২১ | ০০:৫৫ | আপডেট: ২৭ জানুয়ারি ২০২১ | ০২:০০

বিশ্বজুড়ে করোনাভাইরাসের সংক্রমণের মধ্যে গত বছরের সেপ্টেম্বরে যুক্তরাজ্যের কেন্টে এই ভাইরাসের নতুন ধরন শনাক্ত হয়। গবেষকদের দাবি, শনাক্ত হওয়া করোনাভাইরাসের নতুন ধরনটি আরও প্রাণঘাতী। অন্তত প্রাথমিক তথ্য-প্রমাণে এমনই ইঙ্গিত পেয়েছেন তারা। কিছু গবেষণায় দেখা গেছে, নতুন ধরনের এই করোনাভাইরাসটি আগের ধরনের চেয়ে ৫০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত দ্রুত ছড়িয়ে পড়তে সক্ষম। এছাড়া এটি আগের চেয়ে প্রায় ৩০-৪০ শতাংশ বেশি প্রাণঘাতী।

গবেষকরা বলছেন, রূপান্তরের ফলে এই ভাইরাস আরো বেশি সংক্রামক হয়ে উঠেছে। যদিও এ বিষয়ে আরো গবেষণা প্রয়োজন বলে মনে করছেন তারা।

তাদের ভাষায়, বিশেষ ধরনের রূপান্তরের ফলে ভাইরাসগুলোর মানবকোষে আরও শক্তভাবে অবস্থান নেওয়ার সক্ষমতা বৃদ্ধি পায়। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সংক্রামক রোগ বিশেষজ্ঞ অধ্যাপক পিটার হরবির মতে, এখন পর্যন্ত বিভিন্ন গবেষণায় এটাই প্রমাণিত হয়েছে, বিশেষ ধরনের মিউটেশন বা পরিবর্তন করোনাভাইরাসের নতুন ধরনটির মানবদেহে সংক্রমিত হওয়া সহজতর করতে পারে।

তিনি বলেন, যদি এই ভাইরাস তখন ফুসফুসের মাধ্যমে কোষের মধ্যে খুব দ্রুত ছড়িয়ে পড়ে, তাহলে সংক্রমণের হার এবং প্রদাহের হার বাড়িয়ে তুলতে পারে। এটিই এই ভাইরাসের বৈশিষ্ট্য।

এএফপির বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, ফ্রান্সের পাস্তুর ইনস্টিটিউটের ভাইরোলজিস্ট বিজর্ন মায়ার বলেছেন, ভাইরাসটি সেরকম প্রাণঘাতী নাও হতে পারে। আবার পরিস্থিতি অনুকূলে পেলে দ্রুত ছড়াতেও পারে। তখন রোগীর সামগ্রিক শারীরিক অবস্থা খারাপ হতে পারে।

আরও পড়ুন

×