করোনা ছড়ানো উহানের সেই মার্কেটে স্বাস্থ্য সংস্থা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২১ | ০৫:৪৫
চীনের হুবেই প্রদেশের উহানের যে মার্কেট থেকে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় সেই মার্কেট পরিদর্শন করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি দল।
স্থানীয় সময় রোববার হুয়ানান সি ফুড মার্কেট পরিদর্শন করেন প্রতিনিধি দলের সদস্যরা। তারা করোনার উৎস নিয়ে মার্কেটটিতে বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করেন।
রয়টার্স জানিয়েছে, ১০ সদস্যের এই প্রতিনিধি দল উহানে গেছে করোনার উৎস নিয়ে অনুসন্ধান চালাতে। তা ঘুরে দেখেছে হাসপাতাল, মার্কেট, ল্যাবসহ বিভিন্ন স্থান।
কড়া নিরাপত্তার মধ্য দিয়ে হুয়ানান মার্কেটে প্রবেশ করে স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি দল। পরিদর্শন শেষে নিরাপত্তা বলয়ের মধ্য দিয়েই গন্তব্যে পৌঁছে দেওয়া হয়। সাংবাদিকদের সঙ্গে কেউই কথা বলেননি। মার্কেটটি এখন বন্ধ রাখা হয়েছে।
ভিসাসহ বেশ কিছু জটিলতায় আটকে থাকার পর গত ১৪ জানুয়ারি করোনাভাইরাসের উৎস খুঁজতে উহানে পৌঁছায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার ১০ সদস্যের প্রতিনিধি দলটি। উহানে নেমেই কোয়ারেন্টাইনে থাকতে হয় তাদের। গত বৃহস্পতিবার তাদের কোয়ারেন্টাইন শেষ হয়।
২০১৯ সালের ৩১ ডিসেম্বরে উহানের হুয়ানান মার্কেট থেকে এক ‘অজানা’ রোগে আক্রান্ত হন চার ব্যক্তি। এরপর রাতারাতি বন্ধ করে দেওয়া হয় মার্কেটটি। টানা ৭৬ দিনের লকডাউনে যায় উহান।
উহানের মার্কেট থেকে ছড়িয়ে পড়া ভাইরাস এক পর্যায়ে মহামারি রূপ ধারন করে। এখন পর্যন্ত দাপট দেখিয়ে চলছে এই করোনা। প্রতিদিনই বাড়ছে সংক্রমণ; বাড়ছে এতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যাও।
- বিষয় :
- করোনার প্রাদুর্ভাব
- উহান