অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা সংক্রমণ কমায়, প্রতিরোধশক্তি তৈরি করে: গবেষণা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২১ | ০৪:৪২
অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা উল্লেখযোগ্যভাবে করোনাভাইরাস সংক্রমণ কমাতে পারে। আর এক ডোজ ব্যবহার করলেই এটা শরীরে উচ্চতর প্রতিরোধ শক্তি তৈরি করতে পারে। অক্সফোর্ড বিশ্ববিদ্যারযের এক গবেষণায় এমনটা দাবি করা হয়েছে।
বুধবার ব্রিটিশ সরকার বলেছে, তাদের টিকাদান কৌশল সফল প্রমাণিত হয়েছে। খবর এনডিটিভির।
বিবিসি রেডিওর সঙ্গে এক সাক্ষাৎকারে দেশটির স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যাঙ্কক বলেন, গবেষণার ফলটা আমাদের জন্য অবশ্যই খুব ভাল একটা খবর। আমাদের টিকা বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে, এটা খুব চমৎকার কাজ করেছে। সংক্রমণের গতিকে দুই-তৃতীয়াংশ কমিয়েছে। আমাদের কৌশল চমৎকার কাজ করেছে।
আগের অ্যাস্ট্রাজেনেকা টিকার কার্যকারিতা নিয়ে যখন চারদিকে বিতর্ক চলছে, ঠিক সে সময় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণার এ ফল প্রকাশ পেল। ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সি যদিও বলেছে, অ্যাস্ট্রাজেনেকা টিকা সব বয়সের মানুষের জন্যই প্রযোজ্য, তবু কিছু দেশ বলেছে বয়স্কদের জন্য এই টিকা পুরোপুরি কার্যকর নয়। জার্মানি তো বলেই দিয়েছে, তারা ৬৫ বছরের ওপরের বয়সীদের জন্য ব্যবস্থাপত্রে এই টিকা ব্যবহারের পরামর্শ দেবে না।
ইতালির মেডিসিনস এজেন্সি শনিবার বলেছে, তারা এ টিকা ব্যবহার করবে। তবে ৫৫ বছরের ওপরের বয়সীদের জন্য নয়। আর ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন গত সপ্তাহেই বলেছেন, ৬৫ বছরের বেশি বয়সীদের জন্য এ টিকা অর্ধ কার্যকর।
গত বছরের ডিসেম্বর থেকে যুক্তরাজ্যে লকডাউন চলছে। স্কুলগুলো বন্ধ রাখা হয়েছে। কখন খুলবে, তাও এখনো নির্ধারণ করা যায়নি। তবে চলতি মাসের মাঝামাঝিতে খোলা হতে পারে বলে আশা করা হচ্ছে।
দেশটিতে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩০ লাখ ৮০ হাজার। মারা গেছেন ১ লাখ ৯ হাজার ১৩ জন।
- বিষয় :
- অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা